Advertisement
Advertisement
Teachers

দেশজুড়ে সরকারি স্কুলগুলোতে ফাঁকা লক্ষ লক্ষ পদ, তথ্য দিল কেন্দ্র

এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল শিক্ষা মন্ত্রক।

Over 8.4 lakh teaching vacancies in government schools। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 5, 2023 4:17 pm
  • Updated:December 5, 2023 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে দেশে প্রাথমিক ও মাধ্যমিক সরকারি স্কুলগুলিতে (Government schools) শূন্যপদ রয়েছে ৮ লক্ষ ৪০ হাজার। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল শিক্ষা মন্ত্রক। প্রসঙ্গত, গত মার্চে সরকারের তরফে জানানো হয়েছিল সব মিলিয়ে ৯ লক্ষ ৮০ হাজার শূন্যপদ রয়েছে দেশের স্কুলগুলিতে। নয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে এক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।

শিক্ষা মন্ত্রকের (Education Ministry) তরফে জানানো হয়েছে, প্রাথমিক স্তরে ৭ লক্ষ ২০ হাজার ও মাধ্যমিক স্তরে ১ লক্ষ ২০ হাজার শূন্যপদ রয়েছে। আর এই সংখ্যার অর্ধেকের বেশি রয়েছে বিহার, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডে। গত মার্চেই কেন্দ্র জানিয়েছিল প্রাথমিক স্তরে ৭ লক্ষ ৪০ হাজার ও মাধ্যমিক স্তরে ১ লক্ষ ৬০ হাজার শূন্যপদ রয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ প্রায় ৯২ হাজার। বর্তমান পরিসংখ্যান থেকে পরিষ্কার, গত কয়েক মাসে ৬০ হাজার নিয়োগ হয়েছে। কিন্তু এখনও রয়ে গিয়েছে বহু শূন্যপদই।

Advertisement

[আরও পড়ুন: শিশিরের বিরুদ্ধে CBI তদন্ত? কুণাল ঘোষের আবেদনে পালটা চিঠি অমিত শাহর]

তবে পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে একটিও শূন্যপদ নেই। রাজ্যগুলি হল গোয়া, কেরল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা। অন্যদিকে পাঁচটি রাজ্য রয়েছে, যেখানে মাধ্যমিক বিদ্যালয়ে কোনও শূন্যপদ নেই। রাজ্যগুলি হল কেরল, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ওড়িশা ও সিকিম।

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত আক্রমণ ভুলে দুর্নীতি দূর করব’, সাক্ষাৎকারে অকপট বিধায়ক জেজে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement