সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি ইঞ্জিনিয়ারিং পাশ? সরকারি সংস্থায় চাকরিই লক্ষ্য? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ONGC (The Oil and Natural Gas Corporation)। আবেদনের নূন্য়তম যোগ্যতা কী? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখই বা কবে? জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ – ২
যোগ্যতা- ডিগ্রি বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা- সিভিল ওয়ার্ক বা সুপারভাইজার পদে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তাহলেই এই পদে আবেদন করতে পারবেন।
বয়স- এই পদে আবেদনের জন্য বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ – ৩০ ডিসেম্বর ২০২৪
কীভাবে আবেদন করবেন?
উপরিউক্ত শর্তপূরণ করতে পারলে সিভি পাঠাতে হবে [email protected]এই মেল আইডিতে। তবে ডাকযোগেও বায়োডাটা পাঠাতে পারবেন। সেক্ষেত্রে ঠিকানা হল-ONGC Cauvery Asset, Karaikal। তারপর ইন্টারভিউর জন্য সংস্থার তরফে যোগাযোগ করা হবে।
নির্বাচন পদ্ধতি- পার্সোনাল ইন্টারভিউ ও অনলাইন পরীক্ষার মাধ্যমেই হবে নিয়োগ।
*উল্লেখ্য, এই নিয়োগ হবে একবছরের চুক্তির ভিত্তিতে। যদিও পরবর্তীতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.