সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দক্ষিণ দিনাজপুর জেলা বিচারবিভাগীয় দপ্তর। চুক্তিভিত্তিতে আপাতত কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থী অনলাইনেই আবেদন করতে পারবেন। আগামী ১৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।
ইংলিশ স্টেনোগ্রাফার (গ্রেড-৩)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দ এবং মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন।
৩. কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়। ৬ মাসের জন্য কোনও কম্পিউটারের কোর্স করা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ সালের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা পাবেন।
লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা বাঞ্ছনীয়। ৬ মাসের জন্য কোনও কম্পিউটারের কোর্স করা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ সালের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পাবেন।
মালি
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ সালের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা পাবেন।
অফিস পিওন
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ সালের নিরিখে ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা পাবেন।
আবেদনের পদ্ধতি:
https://districts.ecourts.gov.in/dakshindinajpur এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৪ জানুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূলত প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষা হতে পারে ১ মার্চ, ২০২০ তারিখে। তবে সঠিক দিনক্ষণ জানার জন্য আবেদনকারীকে https://districts.ecourts.gov.in/dakshindinajpur এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আবেদনের ফি:
ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য সাধারণ (জেনারেল) আবেদনকারীকে ৫০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি(এসসি) এবং তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের ব্যাংকে ৪০০ টাকা জমা দিতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক পদে সাধারণ (জেনারেল) আবেদনকারীকে ৪০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি(এসসি) এবং তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের ব্যাংকে ৩০০ টাকা জমা দিতে হবে।
মালি এবং অফিস পিওন পদে সাধারণ (জেনারেল) আবেদনকারীকে ৩০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে তফসিলি জাতি(এসসি) এবং তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীদের ব্যাংকে ২০০ টাকা জমা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.