Advertisement
Advertisement
রাজ্যের সরকারি হাসপাতালে চাকরি

রাজ্যের সরকারি হাসপাতালে রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউর মাধ্যমে হবে কর্মী নিয়োগ।

Office of the Chief Medical Officer of Health, Birbhum is recruiting 03 Lab Technician
Published by: Sayani Sen
  • Posted:July 16, 2020 6:57 pm
  • Updated:July 16, 2020 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কখনও কাজ করেছেন? সেই অভিজ্ঞতা নিয়ে বর্তমানে বাড়িতে বসে রয়েছেন? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর। সিউড়ি সদর হাসপাতালের আরটিপিসিআর ল্যাবরেটরিতে করোনা রোগীদের পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হবে ল্যাব টেকনিশিয়ান। শূন্যপদ রয়েছে মাত্র ৩টি। আপাতত ২ মাসের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়। ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ।

প্রার্থীর যোগ্যতা:
১. বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও তাঁর বিষয়ের তালিকায় পদার্থবিদ্যা এবং রসায়ন থাকতে হবে।
২. DMLT-তে ৩ বছরের অথবা BMLT/ B.Sc ১ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৩. কম্পিউটারে সামান্য জ্ঞান থাকা প্রয়োজন।
৪. স্থানীয় প্রার্থীরাই অগ্রগণ্য।

Advertisement

[আরও পড়ুন: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে Amazon, জেনে নিন চাকরির খুঁটিনাটি]

প্রার্থীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২০ তারিখের হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার টাকা করে বেতন পাবেন।

ইন্টারভিউয়ের স্থান:
বীরভূমের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের নতুন ভবনের পুরনো বহির্বিভাগ ক্যাম্পাসেই নেওয়া হবে ইন্টারভিউ। ইচ্ছুক প্রার্থীদের আগামী ২০ জুলাই সকাল ১০.৩০ মিনিটে ওই জায়গায় উপস্থিত থাকতে হবে।

প্রার্থী নির্বাচন:
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বসবাসের ঠিকানা, কম্পিউটারের জ্ঞান এবং ইন্টারভিউ কতটা ভাল হল, মূলত এই বিষয়গুলির উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হবে।

এছাড়াও চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের খোঁজে http://birbhum.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: একাধিক পদে কর্মী নিয়োগ করবে SBI, জেনে নিন আবেদনের পদ্ধতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement