Advertisement
Advertisement

Breaking News

এশিয়াটিক সোসাইটিতে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ

কীভাবে করতে হবে আবেদন?

Now Asiatic society offers job opportunity
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2018 9:39 pm
  • Updated:July 21, 2018 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ করবে এশিয়াটিক সোসাইটি অফ কলকাতা৷ একটি মাত্র শূন্যপদেই কর্মী নিয়োগ করবে এই সংস্থা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর TASK/2018/03৷ যোগাযোগের শেষদিন ২৩ আগস্ট, ২০১৮৷ 

[এবার থেকে কম শিক্ষিতরাই চাকরি পাবেন রেলে]

যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে আবেদন করতে পারবেন৷ যে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে স্নাতকরা এই পদের জন্য আবেদনের যোগ্য৷ প্রুফ রিডিং অথবা প্রকাশনী সংস্থার কাজে অভিজ্ঞরাই এই পদের জন্য অগ্রগণ্য৷ আবেদনকারীর বয়স হতে হবে ২৩ আগস্ট, ২০১৮ তারিখের মধ্যে ২৭ বছর৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ বেতন ২৫ হাজার ৫০০টাকা থেকে ৮১ হাজার ১০০টাকা৷

Advertisement

[২০১৯-এর আগে ফের আড়াই লক্ষ চাকরির প্রতিশ্রুতি মোদির]

আবেদনপত্র পাওয়া যাবে http://www.asiaticsocietykolkata.org এই ওয়েবসাইটে৷ ওই ওয়েবসাইট থেকে আবেদনপত্র প্রথমে ডাউনলোড করতে হবে৷ ফর্ম ফিলাপের পর তা সরাসরি জমা দিতে এশিয়াটিক সোসাইটি অফ কলকাতার দপ্তরে৷ ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের একটি জেরক্স কপি জমা দিতে হবে৷  আবেদন করতে হবে জেনারেল সেক্রেটারি, ১ পার্ক স্ট্রিট, কলকাতা – ৭০০০১৬-এই ঠিকানায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement