Advertisement
Advertisement

Breaking News

New Alipore College

নিউ আলিপুর এবং বেহালা কলেজের মধ্যে ছাত্র বিনিময়, উচ্ছ্বসিত পড়ুয়ারা

উদ্ভিদবিদ্যা পড়ুয়াদের জন্য সুখবর।

MoU signed between New Alipore and Behala college
Published by: Sayani Sen
  • Posted:April 5, 2025 5:52 pm
  • Updated:April 5, 2025 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্ভিদবিদ্যা পড়ুয়াদের জন্য সুখবর। মউ স্বাক্ষর হল নিউ আলিপুর এবং বেহালা কলেজের মধ্যে। শুরু হয়েছে ছাত্র বিনিময় কার্যক্রম। তার ফলে উদ্ভিদবিদ্যা বিভাগের পড়ুয়ারা বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

গত ১৯ মার্চ, নিউ আলিপুর এবং বেহালা কলেজের মধ্যে মউ স্বাক্ষর হয়। নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী ও বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিত্রর যৌথ প্রচেষ্টায় এই মউ স্বাক্ষকটি হয়। তার ফলে দু’মাস ধরে চলবে ছাত্র বিনিময় কর্মসূচি। তার ফলে বেহালা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ৬ পড়ুয়াকে নিউ আলিপুর কলেজে পাঠানো হয়েছে। নিউ আলিপুর কলেজে উদ্ভিদ ও শারীরবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাঁরা।

Advertisement

ওই ক্লাসে মূলত ফুল ফোটার ক্ষেত্রে আলো ও অন্ধকারের প্রভাব এবং তার ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। ক্লাসটি পরিচালনায় ছিলেন নিউ আলিপুর কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপিকা বর্ণালী চট্টোপাধ্যায় ও তাঁর সহকর্মীরা। আগামী দু’মাসে এমন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নেওয়া হবে। বেহালা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রী অজপা চক্রবর্তী জানান, “এই কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষিকারা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তাঁরা দারুণ ক্লাস করিয়েছেন। ক্লাস করে বেশ আনন্দ পেয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement