সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিরক্ষামন্ত্রকের অধীনে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য দারুণ খবর। ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে দুবছরের জন্য চুক্তিভিত্তিতে রয়েছে কাজের সুযোগ। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্যপদ কটি? আবেদন করবেন কীভাবে? আবেদনের শেষ তারিখই বা কবে? জেনে নিন খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ১ টি
পদ- লেবার ওয়েলফেয়ার অফিসার (LWO)
শিক্ষাগত যোগ্যতা- যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে সোশাল ওয়ার্ক, সোশাল সায়েন্স, লেবার ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, পারসোনাল ম্যানেজমেন্ট অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে।
বেতন- ৪৫ হাজার টাকা
আবেদনের ন্যূনতম বয়স- বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ- আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন?অর্ডিন্যান্স ফ্যাক্টরির ওয়েবসাইটে থাকা নির্দেশ মতো আবেদন করতে হবে। তারপর নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে নথি। দিতে হবে আধার, ভোটার, শংসাপত্র-সহ একাধিক নথি ও ছবি।
নিয়োগ প্রক্রিয়া- ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী দুবছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চাকরির মেয়াদ বাড়তে পারে।
* আবেদনের আগে অবশ্যই অর্ডিন্যান্স ফ্যাক্টরির ওয়েব সাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.