Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?

দেরি না করে আজই আবেদন করুন৷

Lower Division Clerk Jobs
Published by: Sayani Sen
  • Posted:December 24, 2018 8:15 pm
  • Updated:December 24, 2018 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ৷ কমপক্ষে ২০০ জনকে এই শূন্যপদে নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে৷ তবে কাজের নিরিখে ওই কর্মীর চুক্তির সময়সীমা বাড়াতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ www.calcuttahighcourt.gov.in -এই ওয়েবসাইটে গেলেই মিলবে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য৷ আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন৷

পদ: লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ২০০টি

Advertisement

বিএসএনএলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা:
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্ভুক্ত যেকোনও স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এছাড়াও বাংলা এবং ইংরাজিতে জ্ঞান থাকা বাঞ্ছনীয়৷

বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন৷ ১ জানুয়ারি ২০১৮-র হিসাবে এই শূন্যপদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর৷ সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷ এসসি, এসটি প্রার্থী সর্বোচ্চ ৫ বছর ছাড় পাবেন৷

কর্মী নিয়োগ করবে এসবিআই, জানেন আবেদনের পদ্ধতি?

কীভাবে আবেদন করবেন?:
www.calcuttahighcourt.gov.in -এই ওয়েবসাইটে গিয়েই আগ্রহীরা আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন৷ আবেদনের শেষ তারিখ ১৯ জানুয়ারি৷ ফর্ম ফিল আপের পর ব্যাংকে ৫০০ টাকা জমা দিতে হবে৷ এসসি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে ফর্মের জন্য দিতে হবে মাত্র ২৫০ টাকা৷ ব্যাংকে গিয়ে অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা জমা দেওয়া যাবে৷ এরপর উপরোক্ত ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীকে চালান ডাউনলোড করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানই আপনার আবেদনের প্রমাণপত্র৷ পরীক্ষা দিতে যাওয়ার সময় চালান সঙ্গে রাখতে ভুলবেন না৷

নিয়োগের পদ্ধতি:
প্রথমে দু’টি লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ ওই পরীক্ষায় পাশ করলেই প্রার্থীকে ইন্টারভিউ দিতে হবে৷ পরপর তিনটি পরীক্ষায় সফল হলেই নিয়োগ করা হবে৷ সম্ভাব্য ২৪ ফেব্রুয়ারি হবে প্রার্থী নিয়োগের প্রথম পরীক্ষা৷ হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মেদিনীপুর ও বর্ধমানে সিট পরতে পারে পরীক্ষার্থীদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement