Advertisement
Advertisement

Breaking News

Govt Job

ইন্ডিয়ান অয়েলে চাকরি খুঁজছেন? সামনেই সুবর্ণ সুযোগ, আবেদন জানান দ্রুত

২২ নভেম্বরের মধ্যে আবেদন না করলে এবারের মতো হাতছাড়া।

Looking for central govt. jobs? Apply at Indian Oil as soon as possible | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 1, 2020 8:16 pm
  • Updated:November 2, 2020 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরি (Govt. Job) এখনও বহু যুবক, যুবতীর কেরিয়ার তৈরির অন্যতম লক্ষ্য। আবার তা যদি হয় কেন্দ্রীয় সরকারি চাকরি, তাহলে তো কথাই নেই। হন্যে হয়ে এদিক-ওদিক কতই না ছোটাছুটি করে থাকেন সরকারি চাকরিপ্রার্থীরা। আবেদনের পর আবেদনও চলতেই থাকে। কিন্তু একবার চোখ রাখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের (IOCL) ওয়েবসাইটে। দেখুন, সামনেই চাকরির সুবর্ণ সুযোগ। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেনটিস (Appentice) পদে নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে। তাই দেরি না করে নিয়মাবলি মেনে আবেদন করেই ফেলুন। তবে তার আগে জেনে নিন খুঁটিনাটি।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ

Advertisement
  • শূন্যপদের সংখ্যা – ৪৮২।
  • পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য শূন্যপদ থাকছে ৪৪টি।

আবেদনের শর্ত:

  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ, আইটিআই বা ডিপ্লোমা। স্নাতক হওয়ার প্রয়োজন নেই।
  • বয়স – ১৮ থেকে ২৪ বছর বয়সিরা আবেদনকারী হিসেবে বিবেচ্য (৩০ অক্টোবর, ২০২০’র নিরিখে)

আবেদনের সময়সীমা:

  • ৪ নভেম্বর থেকে ২২ নভেম্বরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

অভিজ্ঞতা:
এই পদে আবেদন করার জন্য কাজের কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই।

নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। MCQ ধরনের প্রশ্ন হবে। ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য চারটি করে অপশন থাকবে। সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে পরীক্ষার্থীদের। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবে পরীক্ষার্থীরা। উত্তর ভুল হলে কোনও নেগেটিভ মার্কিং হবে না। লিখিত পরীক্ষায় নির্বাচিত হলে ইন্টারভিউ হবে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করে অ্যাপ্রেনটিস পদে হবে নিয়োগ।

[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেও মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

ট্রেনিংয়ের সময়সীমা:

  • টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল) – এই পদে নির্বাচিত হলে এক বছরের প্রশিক্ষণ চলবে।
  • ট্রেড অ্যাপ্রেনটিস (HR/ অ্যাকাউন্ট্যান্ট) – এই পদে অ্যাপ্রেনটিস হিসাবে যোগ দিলে নিতে হবে এক বছরের প্রশিক্ষণ।
  • ডাটা এন্ট্রি অপারেটর, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর – এই পদে ১৫ মাস অর্থাৎ এক বছর তিন মাসের প্রশিক্ষণ নিতে হবে।

বিস্তারিত জানার জন্য লগ ইন করুক ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইটে – www.iocl.com

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement