ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্সড পরীক্ষা হবে আগামী ২৬ মে। আইআইটিকে পাখির চোখ করে যারা এই পরীক্ষায় বসতে চলেছেন, তাঁদের প্রস্তুতি সম্পূর্ণ বলা যায়। শেষ কটা দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের কোন চ্যাপটারগুলি আর একবার দেখে নেবে? কোন চ্যাপটার এবারে বেশি গুরুত্বপূর্ণ, তা জেনে নাও।
ফিজিক্স
ওয়ার্ক পাওয়ার এনার্জি, কারেন্ট ইলেকট্রিসিটি, ল অফ থার্মোডায়নামিক্স, ইলেক্ট্রোম্যাগনেটিক ইনডাকশন, অল্টারনেটিং কারেন্ট, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট, ইলেক্ট্রোস্ট্যাটিক্স। এই চ্যাপ্টারগুলি জেইই অ্যাডভান্সডের জন্য গুরুত্বপূর্ণ। এই সব অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকের কনসেপ্ট আর একবার রিভিশন দাও। কি ফরমুলাগুলি আবার ঝালিয়ে নাও। নতুন করে এখন কিছু পড়বে না।
কেমিস্ট্রি
কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিং ও মলিকিউলার স্ট্রাকচার, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, কার্বনিল কম্পাইন্ড-অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস, অ্যাটমিক স্ট্রাকচার থেকে এবার বেশি প্রশ্ন আসতে পারে। পড়ার সময় ভালো করে জরুরি রিঅ্যাকশন ও নানারকমের অর্গানিক কেমিস্ট্রির মেকানিজম পড়বে।
ম্যাথেমেটিকস
সারা বছর ইম্পর্ট্যান্ট ফর্মুলা সমেত যে নোট বুক বানিয়েছো সেটা ভালো করে চোখ বোলাও। যত বেশি মক টেস্ট দেবে তত তাড়াতাড়ি নির্ভুলভাবে অঙ্ক সলভ করতে পারবে। শেষ কদিন নতুন কিছু পড়তে যেয়ো না। বেশি স্ট্রেস নিয়ো না। ঘুম যেন কম না হয়। পর্যাপ্ত খাওয়া ও ঘুম মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখবে। এই সময় শরীরের যত্ন নেওয়া খুব জরুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.