Advertisement
Advertisement

কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷

KVS Jobs Recruitment 2018 for Primary Teachers, PGT, TGT, Librarians & Principals
Published by: Sayani Sen
  • Posted:August 26, 2018 5:07 pm
  • Updated:August 26, 2018 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর৷ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয়৷  প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, লাইব্রেরিয়ান ও শিক্ষক পদের জন্য আবেদন করা যাবে৷ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে আবেদনের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিরাই এই পদে চাকরি পাবেন৷  

[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]

প্রিন্সিপাল পদে ৭৬ জনকে নিয়োগ করা হবে৷ এই পদে আবেদনের জন্য মাস্টার্স করা আবশ্যিক৷ সঙ্গে বিএডে ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন৷ এছাড়া ১৫ বছরের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর অভিজ্ঞতা৷ ন্যূনতম ৩৫ থেকে ৫০ বছর বয়সীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্বাচিত প্রার্থীদের ৭৮ হাজার ৮০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে৷    

Advertisement

ভাইস প্রিন্সিপাল হিসাবে শূন্যপদ ২২০টি৷ আবেদনের জন্য মাস্টার ও বিএড থাকতে হবে৷ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞরাই ওই পদের জন্য আবেদন করতে পারবেন৷ নির্বাচিত প্রার্থীরা ৫৬ হাজার ১০০টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০টাকা বেতন পাবেন৷  এই পদে আবেদনকারীদের বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর৷ ৪৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে৷

[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]

১৯০০টি পদে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক হিসাবে কর্মী নিয়োগ করা হবে৷ যে কোনও বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ থাকতে হবে বিএড ডিগ্রি৷ ৪০বছর বয়স পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে৷ বেতন ৪৪ হাজার ৯০০টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০টাকা৷

লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি কোর্স বা এক বছরের ডিগ্রি কোর্স করা থাকলে লাইব্রেরিয়ান গ্রুপ বি পদে আবেদন করা যাবে৷ ৫ হাজার ৩০০টি শূন্যপদে হবে কর্মী নিয়োগ৷ ৩৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন এই পদে নিযুক্ত ব্যক্তি৷

৫ হাজার ৩০০টি শূন্যপদে প্রাইমারি টিচার গ্রুপ বি বিভাগে কর্মী নিয়োগ হবে৷ উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস ও ২ বছরের এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা কোর্স করা থাকলে, এই পদের জন্য আবেদন করা সম্ভব৷ এই পদে নিযুক্তরা ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০টাকা বেতন পাবেন৷  

[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]

উচ্চমাধ্যমিক পাস ও মিউজিকের ডিগ্রি কোর্স করা থাকলে প্রাইমারি গ্রুপ বি মিউজিক বিভাগের শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ ২০১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ এই পদে নিযুক্তরা ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন৷ ৩৫ বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

www.kvsangathan.nic.in – এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আপনি এই শূন্যপদগুলির জন্য আবেদন পত্র পাবেন৷ আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যেই আপনি অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে৷ পরীক্ষা কবে হবে, কোথায় সিট পড়বে তাও জানা যাবে ওই নির্দিষ্ট ওয়েবসাইটেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement