Advertisement
Advertisement
Kolkata Police invites online applications for 1666 posts

কলকাতা পুলিশে ১ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন শূন্যপদে আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে পারেন।

Kolkata Police invites online applications for 1666 posts । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:May 30, 2022 5:06 pm
  • Updated:May 30, 2022 5:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশে চাকরির স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য সুখবর। কারণ, কলকাতা পুলিশে (Kolkata Police) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ১ হাজার ৬৬৬। তার মধ্যে কনস্টেবল ১ হাজার ৪১০ এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে ২৫৬ জনকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে পারেন। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

শিক্ষাগত যোগ্যতা:

Advertisement
  • ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বাংলা ভাষা লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকা আবশ্যক। তবে দার্জিলিং কিংবা কালিম্পংয়ের ক্ষেত্রে অন্য স্থানীয় ভাষা জানলেই আবেদন করা যাবে।

শারীরিক মাপজোক:
কনস্টেবল (পুরুষ)

  • উচ্চতা: ১৬৭ সেন্টিমিটার।
  • ওজন: ৫৭ কেজি।
  • ছাতি (ফুলিয়ে): ৮৩ সেন্টিমিটার।
  • ছাতি (না ফুলিয়ে): ৭৮ সেন্টিমিটার।

লেডি কনস্টেবল

  • উচ্চতা: ১৬০ সেন্টিমিটার।
  • ওজন: ৪৯ কেজি।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলতে পারে আদালতে চাকরি, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগামী ২৭ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ১৭০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তবে তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের আবেদনের ফি মাত্র ২০ টাকা।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে শারীরিক মাপজোক, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য জানতে https://wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: কলকাতায় টাঁকশালে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement