Advertisement
Advertisement

Breaking News

মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, জানেন কীভাবে?

জেনে নিন কীভাবে এই চাকরির আবেদন করবেন আপনি৷

Jobs under Office of the District Judge Murshidabad
Published by: Sayani Sen
  • Posted:November 28, 2018 8:46 pm
  • Updated:November 28, 2018 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করছে মুর্শিদাবাদ জেলা আদালত৷ ইংরাজি এবং বাংলা স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, পিওন, নাইট গার্ড পদে হবে কর্মী নিয়োগ৷ অষ্টম থেকে মাধ্যমিক পাশ করেছেন যাঁরা, তাঁরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা৷

ইংরাজি স্টেনোগ্রাফার গ্রুপ-বি
শূন্যপদ : ২টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে৷
২. কমপক্ষে ৬ মাসের কম্পিউটারের প্রশিক্ষণ থাকতেই হবে৷
৩. টাইপিংয়ে ক্ষেত্রে মিনিটে ৮০টি শব্দ লিখতে পারলে, তবেই আবেদন করতে পারবেন৷

Advertisement

বয়স:
এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সি হতেই হবে৷ ২০১৮-র ১জানুয়ারির হিসাবে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

বেতন:
এই পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৭ হাজার ১০০টাকা থেকে ৩৭ হাজার ৬০০টাকা পর্যন্ত বেতন পাবেন৷ গ্রেড পে ৩হাজার ৯০০টাকা৷

[স্নাতক হলেই মিলবে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

বাংলা স্টেনোগ্রাফার গ্রুপ-বি
শূন্যপদ : ৩টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যে কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে৷
২. কমপক্ষে ৬মাসের কম্পিউটারের প্রশিক্ষণ থাকতেই হবে৷
৩. টাইপিংয়ে ক্ষেত্রে ১০ মিনিটে কুড়িটি শব্দ লিখতে পারলে, তবেই আবেদন করতে পারবেন৷

বয়স:
এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সি হতেই হবে৷ ২০১৮-র ১ জানুয়ারির হিসাবে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

বেতন:
এই পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৭ হাজার ১০০টাকা থেকে ৩৭ হাজার ৬০০টাকা পর্যন্ত বেতন পাবেন৷ গ্রেড পে ৩ হাজার ৯০০টাকা৷

[জিও-তে প্রচুর কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশ হলেই করা যাবে আবেদন]

লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ-সি
শূন্যপদ: ৯টি
শিক্ষাগত যোগ্যতা:
১. মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত যেকোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে৷
২. কমপক্ষে ৬মাসের কম্পিউটারের প্রশিক্ষণ থাকতেই হবে৷
৩. টাইপিংয়ে ক্ষেত্রে মিনিটে ৩৫টি শব্দ ইংরাজি এবং বাংলা শব্দ মিনিটে ২৫টি লিখতে পারলে, তবেই আবেদন করতে পারবেন৷

বয়স:
এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ১৮ বছর বয়সি হতেই হবে৷ ২০১৮-র ১জানুয়ারির হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

বেতন:
এই পদে নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৫ হাজার ৪০০টাকা থেকে ২৫ হাজার ২০০টাকা পর্যন্ত বেতন পাবেন৷ গ্রেড পে ২হাজার ৩০০টাকা৷

[উচ্চমাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

www.drcmurshidabad.in– এই ওয়েবসাইটে গেলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন আবেদনকারীরা৷ ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আগ্রহীরা৷ আবেদন করার জন্য প্রথমে ব্যাংকে ২৫০টাকা জমা দিতে হবে প্রার্থীদের৷ কবে পরীক্ষা হবে, পরীক্ষাকেন্দ্রই বা কী, এই ওয়েবসাইটে গিয়েই জানা যাবে বিস্তারিত তথ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement