ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ল্যাবরেটরি টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক), টেকনিক্যাল সুপারভাইজার (ব্লাড ব্যাংক), কম্পোনেন্ট ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক) কাউন্সেলর (ব্লাড ব্যাংক) এবং নার্স পদে আপাতত কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।
ল্যাবরেটরি টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক)
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
১. ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/বায়োলজিক্যাল সায়েন্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করা থাকতে হবে।
অথবা
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতকোত্তর হতে হবে।
৩. এছাড়াও কম্পিউটারে কাজে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা:
১. স্নাতক অথবা স্নাতকোত্তর যে সমস্ত আবেদনকারীরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করেছেন তাঁদের ব্লাড ব্যাংকে কাজের কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২. ল্যাবরেটরি টেকনিকে যাঁরা ডিপ্লোমা করেছেন তাঁদের কমপক্ষে এক বছর ব্লাড ব্যাংকে কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।
কাউন্সেলর (ব্লাড ব্যাংক)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/অ্যানথ্রোপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা:
যেকোন ব্লাড ব্যাংকে কাউন্সেলিংয়ের কাজের সঙ্গে এক বছর যুক্ত থাকলেই হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন।
টেকনিক্যাল সুপারভাইজার (ব্লাড ব্যাংক)
শিক্ষাগত যোগ্যতা:
১. ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/বায়োলজিক্যাল সায়েন্সে নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. ল্যাবটেরি টেকনিকে ডিপ্লোমা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি কোর্স করা থাকতে হবে।
৩. কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা:
১. যে সমস্ত প্রার্থীদের MLT PGDMLT/ BMLT/ DLT মাস্টার্স করা থাকবে তাঁদের ১ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২. যে সমস্ত প্রার্থীদের MLT/ PGDMLT/ BMLT মাস্টার্স করা থাকবে তাঁদের ৬ মাসের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
৩. DMLT/ DLT করা প্রার্থীদের ১ বছর যেকোনও ব্লাড ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।
কম্পোনেন্ট ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাংক)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে।
২. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিগ্রি কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
৩. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকলেও এই শূন্যপদে আবেদন করা যাবে।
৪. কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা:
১. মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে যাঁদের স্নাতক/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা করা রয়েছে তাঁদের ছ’মাস কোনও ব্লাড ব্যাংকে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে।
২. যাঁদের মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি/ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা করা থাকবে তাঁদের ১ বছরে যেকোনও ব্লাড ব্যাংকে কাজে অভিজ্ঞতা থাকলেই চলবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।
স্টাফ নার্স
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে অন্তর্ভুক্ত জিএনএম ট্রেনিং কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
অথবা
বিএসসি নার্সিং কোর্স করা থাকলেও এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৬৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।
আবেদনের ফি:
উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদনের জন্য সাধারণ বা জেনারেল প্রার্থীদের ১০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র ৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি:
www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.