Advertisement
Advertisement

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনেই করা যাবে আবেদন৷

Jobs in Uttar Banga Krishi Viswavidyalaya
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2018 9:30 pm
  • Updated:December 7, 2018 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ৷ সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড, সাবজেক্ট ম্যাটার স্পেশ্যালিস্ট, স্টেনোগ্রাফার গ্রেড-৩ এবং অ্যাগ্রোমেট অবজার্ভার পদে কর্মী নিয়োগ করা হবে৷ ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের বেছে নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ যাঁরা ইন্টারভিউতে পাশ করবেন তাঁদের দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে নিয়োগ করা হবে৷ http://www.ubkv.ac.in এই ওয়েবসাইটে গিয়ে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷

সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড
অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, ফিশারি সায়েন্সে মাস্টার্স অথবা ডক্টরেট ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ গবেষণার কাজের সঙ্গে জড়িতরাও সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড পদে আবেদন করতে পারেন৷ দুজনকে নিয়োগ করা হবে৷ ন্যূনতম আট বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ যাঁরা এই শূন্যপদে আবেদন করবেন তাঁদের বয়স ১ ডিসেম্বরের হিসাবে ন্যূনতম ৪৫ বছর বয়সি হতেই হবে৷

Advertisement

[স্নাতক হলেই মিলতে পারে বিপুল বেতনের চাকরি, রইল সুলুক সন্ধান]

সাবজেক্ট ম্যাটার স্পেশ্যালিস্ট
সাবজেক্ট ম্যাটার স্পেশ্যালিস্ট পদে আবেদন করার জন্য অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স, ফিশারি সায়েন্সে মাস্টার্স অথবা ডক্টরেট ডিগ্রি থাকা প্রয়োজন৷ এই বিভাগে পাঁচটি শূন্যপদে হবে কর্মী নিয়োগ৷ যাঁরা এই শূন্যপদে আবেদন করবেন তাঁদের বয়স ১ ডিসেম্বরের হিসাবে ন্যূনতম ৪০ বছর বয়সি হতেই হবে৷

স্টেনোগ্রাফার গ্রেড-৩
স্টেনোগ্রাফার গ্রেড-৩ পদে দু’জনকে নিয়োগ করা হবে৷ উচ্চমাধ্যমিক পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷ কম্পিউটারে মিনিটে ৪০টি শব্দ টাইপ করতে পারার ক্ষমতা থাকলেই এই শূন্যপদে আবেদন করা সম্ভব৷ ইংরাজি এবং বাংলা দুটি ভাষাতেই দক্ষতা থাকা প্রয়োজন৷ যাঁরা এই শূন্যপদে আবেদন করবেন তাঁদের বয়স ১ ডিসেম্বরের হিসাবে ন্যূনতম ৩৫ বছর বয়সি হতেই হবে৷

সাবজেক্ট ম্যাটার স্পেশ্যালিস্ট (অ্যাগ্রোমেটেরোলজি)
এই বিভাগে মাত্র একজনকে নিয়োগ করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়৷ অ্যাগ্রোমেটেরোলজি, মেটেরোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট হলেই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে৷ শূন্যপদে আবেদনকারীকে ১ ডিসেম্বরের হিসাবে ন্যূনতম ৪০ বছর বয়সি হতেই হবে৷

[মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে সরকারি চাকরি, জানেন কীভাবে?]

অ্যাগ্রোমেট অবজার্ভার
অ্যাগ্রোমেট অবজার্ভার পদে একজনকে নিয়োগ করা হবে৷ উচ্চমাধ্যমিক পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷ এই বিভাগে আবেদনকারীকে ১ ডিসেম্বরের হিসাবে ন্যূনতম ৩৫ বছর বয়সি হতেই হবে৷

আগ্রহীরা http://www.ubkv.ac.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন৷ আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে৷ ফর্ম ফিলাপের জন্য ৫০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে আবেদনকারীকে৷ এসসি, এসটি প্রার্থীদের জমা দিতে হবে ২৫০ টাকা৷ ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ দিনক্ষণ জানার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement