Advertisement
Advertisement

স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

২ এপ্রিল পর্যন্ত অনলাইনেই করা যাবে আবেদন৷

Jobs in tourism department
Published by: Sayani Sen
  • Posted:March 9, 2019 5:13 pm
  • Updated:March 9, 2019 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ রাজ্য সরকারের পর্যটন দপ্তরের তরফে অ্যাস্টিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ আগামী ১২ মার্চ থেকে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://www.pscwbapplication.in-এ অনলাইনেই করা যাবে আবেদন৷ ২ এপ্রিল পর্যন্তই করা যাবে আবেদন৷

[ফের কর্মী নিয়োগ করবে SBI, আবেদনের নিয়ম জানেন তো?]

অ্যাসিস্ট্যান্ট ট্যুরিস্ট অফিসার হিসাবে মোট ছজনকে নিয়োগ করা হবে৷ তার মধ্যে ২টি করে মোট চারটি পদ সাধারণ এবং তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ বাকি দু’টি পদের মধ্যে একটি অনগ্রসর শ্রেণি এবং একটি পিডব্লুউডি প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ এই শূন্যপদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই আপনাকে ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক হতেই হবে৷ অথবা ট্যুরিজম ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স করা থাকলেও সেই প্রার্থী উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন৷ এছাড়া আবেদনকারীকে অবশ্যই বাংলায় পড়া এবং লেখায় দক্ষ হতেই হবে৷ নেপালের বাসিন্দাদের ক্ষেত্রে যদিও এই নিয়ম কার্যকর নয়৷ ন্যূনতম ১৮ বছর বয়সি থেকে ১ জানুয়ারি, ২০১৯ তারিখের হিসাবে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন৷

Advertisement

[প্রচুর কর্মী নিয়োগ করবে এলআইসি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

রাজ্য পর্যটন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://www.pscwbapplication.in-এ অনলাইনেই করা যাবে আবেদন৷ ইচ্ছুক প্রার্থীরা আগামী ১২ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় পাবেন৷ আবেদনকারীদের ১৬০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ এরপর ওই ওয়েবসাইট থেকে চালান সংগ্রহ করতে হবে তাঁদের৷ মনে রাখবেন, এই চালানই কিন্তু আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷ তাই তা হারিয়ে ফেললে চলবে না৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ নির্বাচিত প্রার্থীরা ৩৯০০টাকা গ্রেড পে হিসাবে মাসে ৭ হাজার ১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত বেতন পাবেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement