Advertisement
Advertisement

Breaking News

প্রচুর কর্মী নিয়োগ করবে এলআইসি, জেনে নিন আবেদনের পদ্ধতি

এই সুযোগ হাতছাড়া করবেন না৷

Jobs in Life Insurance Corporation of India
Published by: Sayani Sen
  • Posted:March 4, 2019 7:21 pm
  • Updated:March 4, 2019 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মোটা অঙ্কের বেতনের চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ৷ সৌজন্যে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(এলআইসি)৷ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে মোট ৫৯০ জনকে নিয়োগ করবে এই সংস্থা৷ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে www.licindia.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন আগ্রহীরা৷ ২২ মার্চ আবেদনের শেষ দিন৷

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার(জেনারালিস্ট)
শূন্যপদ: ৩৫০টি
আবেদনের যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

Advertisement

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার(আইটি)
শূন্যপদ: ১৫০টি
আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে স্নাতক কিংবা এমসিএ করা প্রার্থীরা এই শূন্যপদে আবেদনের যোগ্য৷

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার(সিএ)
শূন্যপদ: ৫০টি
আবেদনকারীর যোগ্যতা: চার্টাড অ্যাকাউন্ট্যান্টরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এছাড়াও আবেদনকারীকে অবশ্যই ইনস্টিটিউট অফ চার্টাড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সদস্য হতেই হবে৷

[বাড়িতে বসেই করুন রোজগার, রইল সুলুক সন্ধান]

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার(অ্যাকচুয়ারিয়াল)
শূন্যপদ: ৩০টি
আবেদনকারীর যোগ্যতা: যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷

অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার(রাজভাষা)
শূন্যপদ: ১০টি
আবেদনকারীর যোগ্যতা: হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ ১ মার্চ, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন৷ নির্ধারিত নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছর বয়সে ছাড় পাবেন৷

[উচ্চমাধ্যমিক পাশ হলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]

আবেদনের পদ্ধতি:
২২ মার্চের মধ্যে www.licindia.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন আগ্রহীরা৷ সাধারণ(জেনারেল) আবেদনকারীকে ব্যাংকে ৬০০ টাকা জমা দিয়ে চালান সংগ্রহ করতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ১০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে৷

পরীক্ষার দিনক্ষণ-সহ অন্যান্য যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement