Advertisement
Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ

১৮ ফেব্রুয়ারি দুপুর বারোটার আগে আবেদন করতে হবে৷

Jobs in Kendriya Vidyalaya IIMC Joka
Published by: Sayani Sen
  • Posted:February 14, 2019 4:59 pm
  • Updated:February 14, 2019 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে কর্মসংস্থানের সুযোগ৷ বিভিন্ন বিভাগে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয়৷ www.kviimjoka.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই করা যাবে আবেদন৷ ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর বারোটার আগে আবেদন করতে হবে৷

পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি)
বিষয়: ভৌতবিজ্ঞান, হিন্দি, ইতিহাস, বাণিজ্য, অর্থনীতি 

শিক্ষাগত যোগ্যতা:
 

Advertisement
  • বিজ্ঞান বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট কিংবা যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে উপরোক্ত বিষয়ে স্নাতক হতে হবে৷
  • এছাড়াও কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে বি.এড পাশ করতে হবে৷
  • হিন্দি এবং ইংরাজি ভাষায় পড়ানোর ক্ষমতা থাকতে হবে৷

বেতন: ২৭ হাজার ৫০০ টাকা প্রতি মাসে৷

[স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার, রইল আবেদনের পদ্ধতি]

ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার(টিজিটি)
বিষয়: হিন্দি, ইংরাজি, অঙ্ক, সমাজবিজ্ঞান৷

শিক্ষাগত যোগ্যতা: 

  • আগ্রহী আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর এনসিইআরটি কোর্স পাশ হতে হবে৷
  • অথবা উপরোক্ত যেকোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে৷
  • বিএড করা থাকলে তবেই শূন্যপদের জন্য আবেদন করতে হবে৷
  • ইংরাজি এবং হিন্দি ভাষায় পড়ানোর ক্ষেত্রে সাবলীল হতে হবে৷

বেতন: প্রতি মাসে ২৬ হাজার ২৫০ টাকা৷

[মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?]

প্রাথমিক শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা:

  • আবেদনকারীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে৷
  • সিবিএসই-র সেন্ট্রাল টিচার এলিজিবিটি টেস্টে পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে৷
  • হিন্দি এবং ইংরাজি মাধ্যমে পড়ানোর ক্ষমতা থাকাও বাধ্যতামূলক৷

বেতন: প্রতি মাসে ২১ হাজার ২৫০ টাকা৷

কম্পিউটার ইনস্ট্রাক্টর

শিক্ষাগত যোগ্যতা:

  • বিই/বি.টেক(কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/এমসিএ/এম এসসি(কম্পিউটার সায়েন্স)/এম.এসসি(ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স)/এম.এসসি(আইটি)/বিএসসি(কম্পিউটার সায়েন্স) এই বিষয়গুলির মধ্যে যেকোনও একটিতে ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ হতেই হবে৷
  • বিজ্ঞান অথবা অঙ্ক নিয়ে স্নাতক অথবা মাস্টার ডিগ্রি থাকলেও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
  • এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন৷
  • হিন্দি এবং ইংরাজি ভাষায় সাবলীলভাবে বলতে, পড়তে পারার ক্ষমতা থাকা বাঞ্ছনীয়৷

বেতন: প্রতি মাসে ২১ হাজার ২৫০ টাকা৷

[রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

ভোকেশনাল ইনস্ট্রাক্টর(নৃত্য)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে নাচের ডিগ্রি, ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ 

নার্স:
শিক্ষাগত যোগ্যতা:  যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ের ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে৷
বেতন: প্রতি ক্লাসে ৭৫০ টাকা৷

আবেদনের পদ্ধতি:
www.kviimjoka.org.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই করা যাবে আবেদন৷ ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর বারোটার আগে আবেদন করতে হবে৷

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে কর্মী নিয়োগ৷ ইন্টারভিউয়ের দিনক্ষণ জানার জন্য আপনাকে www.kviimjoka.org.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement