Advertisement
Advertisement

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷

Jobs in Haldia Petrochemicals Limited
Published by: Sayani Sen
  • Posted:January 30, 2019 8:31 pm
  • Updated:January 30, 2019 8:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ সিনিয়র ম্যানেজার(মার্কেটিং), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল প্রোক্রিওরমেন্ট/সেলস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটিরিয়ালস), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) পদে কর্মী নিয়োগ করবে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড৷ অনলাইনেই করা যাবে আবেদন৷ www.haldiapetrochemicals.com এই ওয়েবসাইটে গিয়ে এক ক্লিকেই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আপনি৷

সিনিয়র ম্যানেজার(মার্কেটিং)
আবেদনের যোগ্যতা:
বিই অথবা বিটেক (পলিমার/প্লাস্টিক/পেট্রোকেমিক্যালস) অথবা মার্কেটিংয়ে এমবিএ করা থাকলে সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনকারীর অবশ্যই সেলস অথবা মার্কেটিংয়ে ১০-১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ এই শূন্যপদের জন্য নির্বাচিত প্রার্থীকে কলকাতাতে থেকেই কাজ করতে হবে৷

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল প্রোক্রিওরমেন্ট/সেলস)
আবেদনের যোগ্যতা:
বিই অথবা বিটেক(পলিমার/প্লাস্টিক/পেট্রোকেমিক্যালস) করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ এছাড়াও এমবিএ (মার্কেটিং/সাপ্লাই চেন) ডিগ্রি থাকলেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(কেমিক্যাল প্রোক্রিওরমেন্ট/সেলস) পদের জন্য আবেদন করতে পারেন৷ এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তিকে কলকাতাতে থেকেই কাজ করতে হবে৷

[পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিয়েই প্রচুর চাকরির সুযোগ এসবিআই-তে]

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটিরিয়ালস)
আবেদনের যোগ্যতা:
এই শূন্যপদে আবেদনকারীর অবশ্যই বিটেক (মেকানিক্যাল/কেমিক্যাল) ডিগ্রি থাকতেই হবে৷ এই শূন্যপদে যাঁকে নিযুক্ত করা হবে তাঁকে হলদিয়াতে থেকে কাজ করতে হবে৷

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং)
আবেদনের যোগ্যতা: 
বিই/বিটেক(পলিমার/ প্লাস্টিক/ পেট্রোকেমিক্যালস) অথবা এমবিএ(মার্কেটিং) এর ডিগ্রি থাকলে এই শূন্যপদে আপনি আবেদন করতেই পারেন৷ আবেদনকারী যদি পরীক্ষা এবং ইন্টারভিউতে নির্বাচিত হন, তাঁকে মুম্বইতে থেকেই কাজ করতে হবে৷ 

[প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

আবেদনের পদ্ধতি:
আবেদনের জন্য প্রথমে www.haldiapetrochemicals.com এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে৷ ওই ওয়েবসাইটে গিয়ে পাবেন কেরিয়ার অপশন৷ তাতে ক্লিক করলেই মিলবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য৷ 

আবেদনের শেষদিন:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(কেমিক্যাল প্রোক্রিওরমেন্ট/সেলস) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার(মার্কেটিং)-এই দুই শূন্যপদে আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি৷ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটিরিয়ালস) বিভাগে আবেদন করতে পারেন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে সিনিয়র ম্যানেজার(মার্কেটিং) বিভাগের শূন্যপদের জন্য৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement