Advertisement
Advertisement
নার্স

ইন্টারভিউয়ের মাধ্যমে চিকিৎসক এবং নার্স পদে নিয়োগ, আবেদন করবেন নাকি?

জেনে নিন নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Jobs for the post of staff nurse and medical officer in Purulia
Published by: Sayani Sen
  • Posted:April 18, 2020 7:00 pm
  • Updated:April 18, 2020 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনাসুরের বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসক এবং নার্সরা। আপনিও কি সেই যোদ্ধাদের মধ্যে একজন? উত্তর ‘হ্যাঁ’ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, নার্স এবং চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পুরুলিয়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। করোনা হাসপাতালে মোট ১৪ জন মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার(জিডিএমও) এবং স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। ২ মাসের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনে বাড়তে পারে চুক্তির মেয়াদ।

মেডিক্যাল অফিসার(স্পেশ্যালিস্ট)
শূন্যপদ: ৪টি
শিক্ষাগত যোগ্যতা:
১. এমবিবিএস হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
২. আগ্রহী প্রার্থীর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পাবেন। 

Advertisement

মেডিক্যাল অফিসার(জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার)
শিক্ষাগত যোগ্যতা:
১. এমবিবিএস হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
২. আগ্রহী প্রার্থীর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন। 

[আরও পড়ুন: আপনি উচ্চমাধ্যমিক পাশ? ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে চাকরির সুযোগ]

স্টাফ নার্স
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: 
১. ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ বিএসসি নার্সিং কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আবেদনকারীকে স্থানীয় ভাষায় অবশ্যই দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৭ হাজার ২২০ টাকা বেতন পাবেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল, ২০২০ তারিখে পুরুলিয়ার রাঁচি রোডের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সকাল ১১টার সময়ে উপস্থিত থাকতে হবে। আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে  http://www.purulia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করবেন নাকি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement