সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক পাশ করেছেন? চাকরি খুঁজছেন? ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আজই কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com-এ সার্চ করুন৷ কারণ, প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে এই ব্যাংক৷ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত করতে পারবেন আবেদন৷ তাই দেরি না করে জেনে নিন কীভাবে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন আপনি৷
শূন্যপদ:
কানাড়া ব্যাংকে ম্যানেজার-সিকিউরিটি পদে কর্মী নিয়োগ করা হবে৷ শূন্যপদ ৩১টি৷ জেনারেল বা সাধারণদের জন্য ১৭টি পদ সংরক্ষিত৷ এসসি প্রার্থীদের জন্য ৪টি, এসটি প্রার্থীদের জন্য ২টি এবং ওবিসিদের জন্য ৮টি আসন সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা:
বিশ্ববিদ্যালয় অনুমোদিত যেকোনও কলেজ থেকে স্নাতক পাশ হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷ কানাড়া ব্যাংকে ম্যানেজার-সিকিউরিটি বিভাগে শূন্যপদের জন্য আবেদনকারীর অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে৷
অভিজ্ঞতা:
সেনা, নৌসেনা, প্যারামিলিটারিতে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলেও এই শূন্যপদে আবেদন করা যাবে৷ কানাড়া ব্যাংক সূত্রে খবর, এমন আবেদনকারীরাই অগ্রগণ্য৷
আবেদনের বয়স:
ন্যূনতম ২৫ বছর বয়সিরা কানাড়া ব্যাংকের ম্যানেজার-সিকিউরিটি পদের জন্য আবেদন করতে পারেন৷ চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
বেতন:
এই পদে নিয়োগ হলে কর্মীরা ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০টাকা বেতন পাবেন৷
আবেদনের পদ্ধতি:
এই শূন্যপদে আবেদনের জন্য কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com সার্চ করুন৷ ওই ওয়েবসাইটেই মিলবে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য৷ আবেদনের জন্য প্রার্থীদের ব্যাংকে ৭০৮ টাকা জমা দিতে হবে৷ তবে সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে মাত্র ১১৮ টাকা৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর চালান ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা৷
এছাড়া কানাড়া ব্যাংকের রিক্রুটমেট সেলের মূল দপ্তর ১১২ জে সি রোড, বেঙ্গালুরু এই ঠিকানাতেও আগ্রহীরা আবেদন পত্র পাঠাতে পারেন৷ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো আবেদন পত্রই কেবলমাত্র গৃহীত হবে৷ আবেদনের সময় বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সংক্রান্ত প্রমাণপত্রের জেরক্স কপিও জমা দিতে হবে প্রার্থীদের৷ ইচ্ছুক প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন৷
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ পরীক্ষার দিনক্ষণ এবং পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত বিস্তারিত জানতে আপনাকে www.canarabank.com-এই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.