Advertisement
Advertisement

পরীক্ষা নয়, শুধু ইন্টারভিউ দিয়েই প্রচুর চাকরির সুযোগ এসবিআই-তে

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷

Job opening in SBI
Published by: Sayani Sen
  • Posted:January 29, 2019 5:32 pm
  • Updated:January 29, 2019 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ সিনিয়র এক্সিকিউটিভ(ক্রেডিট রিভিউ), ডেপুটি ম্যানেজার(ডেবিট কার্ড অপারেশন), ম্যানেজার(ডেবিট কার্ড মার্কেটিং/স্মার্ট সিটি প্রজেক্ট/ট্রানজিট/স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন/ইউপিআই অ্যান্ট এগ্রিগেটর), ডেপুটি ম্যানেজার (আইএস অডিট) এবং সিনিয়র এক্সিকিউটিভ(আইএস অডিট)পদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ আপাতত চুক্তির ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে৷ https://www.sbi.co.in এই ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আবেদনকারীরা৷ আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷

সিনিয়র এক্সিকিউটিভ(ক্রেডিট রিভিউ)
শূন্যপদ: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা:  এই শূন্যপদে আবেদনের জন্য চাটার্ড অ্যাকাউট্যান্ট/এমবিএ(ফিনান্স)/ম্যানেজমেন্ট পাশ হতেই হবে৷
অভিজ্ঞতা: কোনও ব্যাংকে ন্যূনতম দু’বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রগণ্য৷
আবেদনের বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর বয়সি থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

Advertisement

ডেপুটি ম্যানেজার(ডেবিট কার্ড অপারেশনস)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ পাশ হতেই হবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৭ বছর থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷

[প্রচুর কর্মী নিয়োগ করবে বিএসএফ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

ডেপুটি ম্যানেজার (গভর্নমেন্ট ই-মার্কেটিং)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই ৬০ শতাংশ নম্বর নিয়ে যেকোনও অনুমোদিত কেন্দ্র করে এমবিএ পাশ করতে হবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৭ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

ম্যানেজার(ডেবিট কার্ড মার্কেটিং)
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ পাশ হতেই হবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৮ থেকে ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন৷

ম্যানেজার(স্মার্ট সিটি প্রজেক্টস)
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজার (স্মার্ট সিটি প্রজেক্টস) এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ পাশ হতে হবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

ম্যানেজার(ট্রানজিট/স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন)
শূন্যপদ: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর নিয়ে এমবিএ পাশ করলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

[হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

ম্যানেজার(ইউপিএ অ্যান্ড অ্যাগ্রিগেটর)
শূন্যপদ: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর পেয়ে এমবিএ পাশ হলেই ম্যানেজার(ইউপিএ অ্যান্ড অ্যাগ্রিগেটর) পদে আবেদন করা যাবে৷
আবেদনের বয়স: ন্যূনতম ২৮ থেকে ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷

ডেপুটি ম্যানেজার(আইএস অডিট)
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: বিই/বিটেক/কম্পিউটার সায়েন্স/কম্পিউটারঅ্যাপ্লিকেশন/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশনে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
আবেদনের বয়স: এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সি হতেই হবে৷

সিনিয়র এক্সিকিউটিভ(আইএস অডিট)

শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিই/বিটেক/কম্পিউটার সায়েন্স/কম্পিউটারঅ্যাপ্লিকেশন/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেনটেশনে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করলে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
আবেদনের বয়স: এই শূন্যপদে আবেদনকারীকে ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সি হতেই হবে৷

[প্রচুর কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার, স্নাতক হলেই করা যাবে আবেদন]

https://www.sbi.co.in এই ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আবেদনকারীরা৷ আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷ অনলাইনে আবেদনের পর সাধারণ (জেনারেল) প্রার্থীদের ব্যাংকে ৬০০ টাকা জমা দিতে হবে৷ তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ব্যাংকে জমা দিতে মাত্র ১০০ টাকা৷ কোনও লিখিত পরীক্ষা নয়৷ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement