সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? নতুন বছরে তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ইংরাজি স্টেনোগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল উত্তর দিনাজপুর জেলা আদালত। শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদেন করার আগে জেনে নিন খুঁটিনাটি তথ্য।
পদ- স্টেনোগ্রাফার (গ্রুপ -বি) গ্রেড-III
মোট শূন্যপদ- ৩
আবেদনের বয়স- সাধারণ প্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩২ বছর। তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে আবেদনের নূন্যতম বয়স ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ট্রেনিং থাকতে হবে। শর্ট হ্য়ান্ডে ১ মিনিট ৮০ শব্দ ও টাইপিং মিনিটে ৪০ শব্দ হতে হবে। তবেই আবেদন করবেন।
বেতন- ৩২ হাজার ১০০ টাকা থেকে ৮২ হাজার ৯০০ টাকার মধ্যে।
আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে https://uttardinajpurcourtrecruitment2024.in-এই লিংকের মাধ্যমে। আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি।
আবেদনের শেষ তারিখ- ২২ জানুয়ারি, ২০২৫।
আবেদন মূল্য- ৬০০ টাকা+ ব্যাঙ্ক ফি।
পরীক্ষার পদ্ধতি- তিন দফায় হবে পরীক্ষা। উত্তীর্ণ হলে চাকরি আপনার।
* আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন উত্তর দিনাজপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট (https://uttardinajpurcourtrecruitment2024.in)-এ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.