সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাকে (Coronavirus) রুখতে লকডাউন জারি করা হয়। সেই সময় ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ব্যাপক লোকসান হয়েছে। তার ফলে বর্তমানে কাজ হারাচ্ছেন বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ ভাল নয়। এই অবস্থায় কী আপনি চাকরি খুঁজছেন? তবে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, এমন কঠিন সময়েও চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই মিলবে চাকরি।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের জেনারেল নার্স মিডওয়াইফ পদে কর্মী নিয়োগ করা হবে। মাত্র একটিই শূন্যপদ রয়েছে।
আবেদনকারীর যোগ্যতা:
১. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীনস্থ জেনারেল নার্স মিডওয়াইফ বা জিএনএম (General Nurse Midwife) কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আগ্রহী প্রার্থীর থ্যালাসেমিয়া রোগীর দেখভাল করার অভিজ্ঞতা থাকলে ভাল হয়।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ১৬ হাজার ৮৬০ টাকা করে বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ। আগ্রহী প্রার্থীকে আগামী ১৪ জুলাই সকাল ১১টা থেকে ১টার মধ্যে ইন্টারভিউ দিতে আসতে হবে। তাঁকে সঙ্গে রাখতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। পরিচয়পত্র, বয়স এবং বাসস্থানের প্রমাণপত্রও সঙ্গে রাখতে হবে।
ইন্টারভিউয়ের স্থান:
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কনফারেন্স রুমেই নেওয়া হবে ইন্টারভিউ।
প্রার্থী নিয়োগের শর্ত:
আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। মূলত থ্যালাসেমিয়া বিভাগে কাজ করতে হবে ওই নার্সকে।
আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে অবশ্যই http://stmkolkata.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.