Advertisement
Advertisement

Breaking News

IRTM 2024

প্রযুক্তিগত ক্ষেত্রে নয়া দিশা, IRTM-এর বাৎসরিক আলোচনা সভায় চাঁদের হাট

৫ ডিসেম্বর থেকে তিনদিন বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

IRTM 2024 organised International Conference at Calicut
Published by: Sayani Sen
  • Posted:December 7, 2024 2:29 pm
  • Updated:December 7, 2024 2:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তিগত ক্ষেত্রে নতুন নতুন সুযোগ নিয়ে আলোচনায় বাৎসরিক সভার আয়োজন আইআরটিএম-এর। ৫ ডিসেম্বর থেকে তিনদিন কালিকটে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও আলোচনা সভায় অংশ নেন বিশেষজ্ঞরা।

Advertisement

এই বিশেষ আলোচনা সভার আয়োজনের গুরুদায়িত্ব পালন করে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কলকাতা অ্যান্ড ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কলকাতা এবং জয়পুর এনআইটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক অনিল সহস্রাবুদ্ধে। তিনি ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরামের চেয়ারম্যান, ইসি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এবং এআইসিটিই-র প্রাক্তন চেয়ারম্যান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন এনআইটি কালিকটের ডিরেক্টর ডঃ প্রসাদ কৃষ্ণ। এছাড়াও অতিথি তালিকায় ছিলেন ইসরোর বিজ্ঞানী ডঃ ওয়াই ভি এন কৃষ্ণমূর্তি, ডঃ শ্রীদেবী জাদে, অধ্যাপক জি রমেশ, শ্রী আবগা রবীন্দ্রনান্ধ বাবু, ডঃ সত্যজিৎ চক্রবর্তী, শ্রী মনোজ জি পিল্লারি-সহ অন্যান্য বিশিষ্টরা।

উল্লেখ্য, প্রত্যেক বছর আইআরটিএম এই আলোচনা সভার আয়োজন করে। প্রযুক্তিগত ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিতে পারে এই আলোচনা সভা। তাই প্রত্যেক বছরই বহু গবেষক, পড়ুয়া, বিশেষজ্ঞ অংশ নেন। এবারও তার অন্যথা হয়নি, তা বলাই বাহুল্য। চলতি বছর সাড়ে পাঁচশোটি প্রেজেন্টেশন জমা পড়ে আলোচনা সভায়। তার মধ্যে ১৫০টিকে নির্বাচন করা হয়। সেগুলি প্রকাশিত স্কোপাস ইন্ডেক্সড-এ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement