ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (Institute of Banking Personnel Selection) বা আইবিপিএসের মাধ্যমে CRP Clerks -XI পদে বিপুল কর্মী নিয়োগ। ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদে অন্ততপক্ষে ৬ হাজারেরও বেশি। তবে কোন ব্যাংকে (Bank) কত শূন্যপদ সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগ্রহী প্রার্থীকে আগামী ১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. কম্পিউটার সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাওয়া যাবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি:
https://www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য https://www.ibps.in এই ওয়েবসাইটে আগ্রহীদের নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.