সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলে অ্যাপ্রেন্টিস করতে চান? তাহলে সুখবর রয়েছে আপনার জন্য। চার হাজারের বেশি শিক্ষানবিশ নিয়োগ করবে পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য রেল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
পূর্ব মধ্য ও পশ্চিম মধ্য রেলে মোট শূন্যপদ – ৪৪১২
পূর্ব মধ্য রেলের তরফে জানানো হয়েছে, ফিল্ডার, ওয়েল্ডার, মেকানিক, রেফ্রিজারেটর ও এসি মেকানিক, হিট ট্রিটার, কারপেন্টার, ইলেকট্রনিক মেকানিক, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান পদে মোট ২২০৬ জনকে নিয়োগ করা হবে।
পশ্চিম মধ্য রেলে (West Central Railway zone) নিয়োগ করা হবে, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিল্টার, টার্নার, ওয়ারম্যান, কারপেন্টার, মালি, পাম্প অপারেটর, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক-সহ একাধিক পদে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা- অ্যাপ্রেন্টিসের জন্য আবেদনের ক্ষেত্রে দশম অথবা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। থাকতে হবে ITI-এর শংসাপত্র।
বয়সসীমা- ১ জানুয়ারী ২০২১ তারিখে আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি- আবেদনকারীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের গড় অনুযায়ী তৈরি করা হবে মেধাতালিকা। সেই তালিকা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে। (নির্দিষ্ট সময়ে ভারতীয় রেলের ওয়েবসাইটে http://www.wcr.indianrailways.gov.in ইন্টারভিউর তারিখ জানানো হবে।)
কীভাবে আবেদন করবেন?
পশ্চিম-মধ্য রেলের ওয়েবসাইট থেকে http://www.wcr.indianrailways.gov.in আবেদন করতে পারবেন। পশ্চিম মধ্য রেলের ক্ষেত্রে আবেদন করতে হবে https://www.rrcecr.gov.in এই লিংকে গিয়ে।
আবদনের শেষ তারিখ – পশ্চিম মধ্য রেলের ক্ষেত্রে আবেদন করতে হবে ৫ নভেম্বরের মধ্যে। পূর্ব মধ্য রেলে আবেদনের শেষ তারিখ ১১ নভেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.