Advertisement
Advertisement

Breaking News

ইন্ডিয়ান অয়েল

ইন্ডিয়ান অয়েলে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করবেন নাকি?

জেনে নিন আবেদনের খুঁটিনাটি।

Indian Oil, Marketing Division, Eastern Region invites online application
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2020 3:06 pm
  • Updated:March 23, 2020 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান অয়েল। মূলত ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে ৪০৪ জনকে নিয়োগ করা হবে। আপাতত এক বা দেড় বছরের প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারেন।

ট্রেড অ্যাপ্রেনটাইস
শূন্যপদ: ১৬৮টি
রাজ্যভিত্তিক শূন্যপদ:
পশ্চিমবঙ্গ: ৮২টি
বিহার: ২০টি
ওড়িশা: ২৮টি
ঝাড়খণ্ড: ১২টি
অসম: ২৬টি
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ এবং আইটিআই কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশ অ্যাপ্রেনটাইস):
৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

ডেটা এন্ট্রি অপারেটর (স্কিল সার্টিফিকেট হোল্ডার):
৫০ শতাংশ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের সার্টিফিকেট থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা:
৩১ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: আপনি কি স্নাতক? ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ভুলবেন না]

টেকনিক্যাল অ্যাপ্রেনটাইস
শূন্যপদ: ২২১টি
রাজ্যভিত্তিক শূন্যপদ:
পশ্চিমবঙ্গ: ৯০টি
বিহার: ২৯টি
ওড়িশা: ২৬টি
ঝাড়খণ্ড: ১৬টি
অসম: ৬০টি

শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইনস্ট্রুমেনটেশন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে ৫০ শতাংশ নম্বর পেলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা:
৩১ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি, আবেদন করতে ভুলবেন না]

টেকনিক্যাল অ্যাপ্রেনটাইস(অ্যাকাউন্ট্যান্ট)
শূন্যপদ: ১৫টি
রাজ্যভিত্তিক শূন্যপদ:
পশ্চিমবঙ্গ: ৬টি
বিহার: ৫টি
ওড়িশা: ১টি
ঝাড়খণ্ড: ১টি
অসম: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
বয়সসীমা:
৩১ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://www.apprenticeship.gov.in অথবা http://www.apprenticeship.gov.in কিংবা https://mhrdnats.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরই আগ্রহীরা আবেদন করতে পারবেন। আগামী ১০ এপ্রিলের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

[আরও পড়ুন: নার্সিং কোর্স পাশ? খড়গপুর IIT’তে রয়েছে মোটা বেতনের চাকরির সুযোগ]

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিক পরীক্ষা এবং সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা মূলত কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি এবং গুয়াহাটিতে হতে পারে। ১৯ এপ্রিল পরীক্ষা হতে পারে। তবে চূড়ান্ত দিনক্ষণ জানার জন্য www.iocl.com এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.iocl.com এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement