Advertisement
Advertisement
Indian Army is inviting applications for Group-C Posts

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? জেনে নিন আবেদনের যাবতীয় খুঁটিনাটি

আগামী ২০ নভেম্বরের আবেদন করতে ভুলবেন না।

Indian Army is inviting applications for Group-C Posts । Sangbad Pratidin

ছবি: ফাইল

Published by: Sayani Sen
  • Posted:November 4, 2021 5:24 pm
  • Updated:November 4, 2021 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেওয়ার স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক মেসেঞ্জার এবং সাফাইওয়ালা পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ নভেম্বরের আবেদন করতে হবে।

কোন বিভাগে কত শূন্যপদ
স্টেনোগ্রাফার গ্রেড-২: ১টি
লোয়ার ডিভিশন ক্লার্ক: ১টি
মেসেঞ্জার: ৩টি
সাফাইওয়ালা: ১টি

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
স্টেনোগ্রাফার:
স্টেনোগ্রাফার পদে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

[আরও পড়ুন: প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ, উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া রুমানা চমকে দিলেন সর্বভারতীয় মেডিক্যালেও]

লোয়ার ডিভিশন ক্লার্ক:
উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
হিন্দি এবং ইংরাজিতে টাইপিংয়ের দক্ষতা জানা প্রয়োজন।

মেসেঞ্জার এবং সাফাইওয়ালা:
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
২০ নভেম্বর, ২০২১ সালের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

https://indianarmy.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠাতে হবে:
কলোনেল (জেনারেল স্টাফ), হেডকোয়াটার্স ১১১ সাব এরিয়া, বেংডুবি মিলিটারি স্টেশন, পোস্ট অফিস: বেংডুবি, জেলা: দার্জিলিং, পিন: ৭৩৪৪২৪।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আবেদনকারীকে https://indianarmy.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: OMG! ঘর পরিষ্কার করতে গিয়ে ২০ কোটি টাকার হিরে খুঁজে পেলেন বৃ্দ্ধা! তারপর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement