Advertisement
Advertisement

Breaking News

Airforce

মাধ্যমিক উত্তীর্ণ হলেই Indian Air Force-এ চাকরির সুযোগ, আবেদন করুন আজই

কীভাবে আবেদন করবেন?

Indian Air Force is inviting application for 85 Group-C Civilian posts | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2021 5:09 pm
  • Updated:July 27, 2021 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মাধ্যমিক (Madhyamik Exam) উত্তীর্ণ? বহু চেষ্টা করেও সরকারি চাকরি মেলেনি? তবে আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিয়োগ করবে Indian Air Force। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। নম্বর -10801/11/0012/2122। কোন কোন পদে নিয়োগ? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন বিস্তারিত। চটপট করে ফেলুন আবেদন।

মোট শূন্যপদ-৮৫

Advertisement

Supdt (স্টোর) – ১৫
হিন্দি টাইপিস্ট – ০৩
লোয়ার ডিভিশন ক্লার্ক-১০
স্টোর কিপার- ০৩
সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার-০৩
রাঁধুনী (অর্ডিনারি গ্রেড)-০৫
পেইন্টার-০১
কারপেন্টার-০৩
হাউস কিপিং-১৫
মেস স্টাফ-০৯
মাল্টি টাস্কিং স্টাফ-১৮

বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ১০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ- ২৩ আগস্টের মধ্যে আবেদন পত্র পৌঁছতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

[আরও পড়ুন: WB Post Office Recruitment: মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন শর্ত]

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক উত্তীর্ণরা উপরিক্ত পদে আবেদন করতে পারবেন। (বিস্তারিত পাবেন India Air Force-এর ওয়েবসাইটে।)

আবেদনকারীর বয়স- আবেদনের শেষ তারিখে বয়স হয়ে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী তফশিলি জাতি-উপজাতি ক্ষেত্রে ৫ বছর ছাড় মিলবে। ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ বছর ছাড়।

কীভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের যাবতীয় শংসাপত্র পাঠাতে হবে ডাকযোগে। খামের উপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF _____ AND CATEGORY_____”। আবেদন পত্র পাঠানোর ঠিকানা পাবেন উপরের ফর্মে। এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন এয়ার ফোর্সের ওয়েবসাইটে (https://indianairforce.nic.in)।

IAF_Gr-C_24-30-July2021

[আরও পড়ুন: স্নাতক হলেই Kolkata Police-এ মিলতে পারে চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement