সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি অথবা মাধ্যমিক উত্তীর্ণ? তাহলে চাকরি পেতে পারেন ভারতীয় ডাকবিভাগে। নিয়োগ করা হচ্ছে চেন্নাই ও তামিলনাড়ুর জন্য। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ -৩৫
স্টাফ কার ড্রাইভার- ২৫
এম.ভি মেকানিক-৫
কপার ও টিনস্মিথ-১
পেইন্টার-১
টায়ারম্যান-১
এম.ভি ইলেকট্রিশিয়ান
বেতন – ২০০০০-৬৫০০০
শিক্ষাগত যোগ্যতা (স্টার কার ড্রাইভার)- দশম শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। তবে কমপক্ষে ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (এম. ভি মেকানিক) – অষ্টম শ্রেণি পাশরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (কপার ও টিনস্মিথ) – অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কারগরি ইনস্টিটিউশানের শংসাপত্র থাকলে আবেদন করতে পারবেন। নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (পেইন্টার)- এক্ষেত্রেও অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা কারগরি ইনস্টিটিউশানের শংসাপত্র থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা (টায়ারম্যান) – অষ্টম শ্রেণি পাশরা আবেদন করতে পারবেন এই পদে।
বয়সসীমা- ১ জুলাই ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা (এম.ভি ইলেকট্রিশিয়ান) – অষ্টম শ্রেণি উত্তীর্ণ অথবা ট্রেড সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে (The Senior Manager, Mail Motor Service, No.37 (Old No.16/1) Greams Road, Chennai- 600006)এই ঠিকানায়। দিতে হবে শিক্ষাগত যোগ্যতার, জাতি, বয়স ও অভিজ্ঞতার শংসাপত্র। খামের উপর লিখতে হবে ‘“APPLICATION FOR THE POST OF _______ IN MAIL MOTOR SERVICE, CHENNAI 600006”।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৬ মে ২০২১
তাহলে আর দেরি কেন? এখুনি আবেদন করুন আপনিও। তবে তার আগে দেখে নিন ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.