Advertisement
Advertisement
India Post

গ্রামীণ ডাকসেবক পদে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে ভুলবেন না।

India Post invites online applications for 30041 posts of Gramin Dak Sevaks । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 5, 2023 5:08 pm
  • Updated:August 5, 2023 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জারি গ্রামীণ ডাকসেবক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর যোগ্যতা:

Advertisement
  • আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
  • স্থানীয় ভাষায় কথা বলা, লেখা, পড়তে জানা বাধ্যতামূলক।
  • কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
  • সাইকেল চালাতে জানাও বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: কলকাতা পুরসভায় রয়েছে চাকরির সুযোগ, আবেদনের পদ্ধতি জানেন?]

বেতনক্রম:
ব্রাঞ্চ পোস্টমাস্টার: ১২হাজার থেকে ২৯ হাজার ৩৮০ টাকা।
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার: ১০ হাজার থেকে ২৪ হাজার ৪৭০ টাকা।

আবেদনের পদ্ধতি:
https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীদের ১০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তবে মহিলা, তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে কোনও ফি লাগবে না।

আবেদনের দিনক্ষণ:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য https://indiapostgdsonline.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: সরকারি চাকরি খুঁজছেন? ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement