সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাফ নার্স হিসাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইআইটি খড়গপুর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি পাওয়া যাবে http://www.iitkgp.ac.in এই ওয়েবসাইটে। আগামী ১৩ এপ্রিল আবেদনের শেষ দিন।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২. আবেদনকারীর জেনারেল নার্সিং অ্যান্ড মিড-ওয়াইফারি কোর্স করাও বাঞ্ছনীয়।
আবেদনকারীর অভিজ্ঞতা:
যেকোনও হাসপাতালে নার্স হিসাবে কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১৩ এপ্রিল, ২০২০ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতি(ST) প্রার্থীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।
বেতন:
৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
http://www.iitkgp.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। আগামী ১৩ এপ্রিলের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত এবং হাতে-কলমে পরীক্ষার মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।
কবে, কোথায় পরীক্ষা হবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্যের খোঁজে আবেদনকারীদের http://www.iitkgp.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.