Advertisement
Advertisement

অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না

১৬ এপ্রিল পর্যন্ত করা যাবে আবেদন৷

ICDS Supervisor under Dept. of WCD&SW
Published by: Sayani Sen
  • Posted:March 14, 2019 8:08 pm
  • Updated:March 14, 2019 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে ২৯৫৪ জনকে নিয়োগ করবে রাজ্য সরকার৷ ১৪৭৫টি আসন সাধারণ(জেনারেল) প্রার্থীদের জন্য৷ তফসিলি জাতির জন্য ৬৫০টি এবং তফসিলি উপজাতির জন্য ১৭৮টি আসন সংরক্ষিত৷ বাকি আসনগুলির মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত ৫০৩টি আসন৷ www.pscwbapplication.in-এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারেন৷ আগামী ১৬ এপ্রিল আবেদনের শেষ দিন৷

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷
২. আবেদনকারীর অবশ্যই সাবলীলভাবে বাংলায় লেখা, বলা এবং পড়ার যোগ্যতা থাকতেই হবে৷
বিঃদ্রঃ – নেপালি ভাষার পঠনপাঠনকারী প্রার্থীদের জন্য যদিও দ্বিতীয় শর্ত কার্যকর নয়৷

Advertisement

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ আবেদনকারীকে ১ জানুয়ারি, ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৯ বছর বয়সি হতেই হবে৷ নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন৷

[স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.pscwbapplication.in-এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারেন৷ ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে৷ পরীক্ষার দিনক্ষণ জানার জন্যই অবশ্যই উপরোক্ত ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতেই হবে৷

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ফি হিসাবে ১৬০ টাকা জমা দিতে হবে৷ সরাসরি ব্যাংকে গিয়ে অথবা অনলাইনে ফি জমা দেওয়া যেতে পারে৷ এরপর অনলাইনেই আপনাকে চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন এই চালান অত্যন্ত প্রয়োজনীয়৷ তাই তা হারালে কোনওভাবেই চলবে না৷

বেতন:
নিয়োগের পর সফল প্রার্থীরা ৩ হাজার ৬০০ টাকা গ্রেড পে-র ভিত্তিতে ৭ হাজার ১০০ টাকা থেকে ৩৭ হাজার ৬০০ টাকা বেতন পাবেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement