Advertisement
Advertisement
ITBP Recruitment 2022

ITBP Recruitment 2022: ITBP-তে শতাধিক কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Huge recruitment at ITBP, take a look at details । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 9, 2022 4:55 pm
  • Updated:November 9, 2022 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স বা আইটিবিপি-তে কর্মী নিয়োগ। মোট ১৮৬ জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে অস্থায়ী হিসাবে কর্মী নিয়োগ করা হবে। তবে পরে তাঁরা স্থায়ী হতে পারেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য।

হেড কনস্টেবল
শূন্যপদ: ৫৮
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

Advertisement
  • আবেদনকারীকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • এছাড়া মোটার মেকানিক ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে।
  • কোনও ওয়ার্কশপে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।

কনস্টেবল
শূন্যপদ: ১২৮
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:

  • আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • নির্দিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হতে হবে।
  • কোনও ওয়ার্কশপে কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

[আরও পড়ুন: অন্তত দেড় হাজার শূন্যপদে এসবিআইতে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনকারীর দৈহিক মাপজোক:
উচ্চতা: ১৭০ সেন্টিমিটার
বুকের ছাতি (না ফুলিয়ে): ৮০ সেন্টিমিটার
বুকের ছাতি (ফুলিয়ে): ৮৫ সেন্টিমিটার

আবেদনকারীর বয়সসীমা:
২৭ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছ বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন।

বেতন:
হেড কনস্টেবল:
এই পদে চাকরিপ্রাপ্তরা মাসিক ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পেতে পারেন।কনস্টেবল:
এই পদে চাকরিপ্রাপ্তরা মাসিক ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পেতে পারেন।

দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোকের যাচাই, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিকাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি:
https://recruitment.itbppolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের ফি:
আবেদনের ফি ১০০ টাকা। তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের কোনও ফি লাগবে না।

আগামী ২৭ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement