Advertisement
Advertisement

রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি

সোমবার থেকে করা যাবে আবেদন৷

Huge job opportunity in West Bengal health department
Published by: Sayani Sen
  • Posted:September 15, 2018 4:36 pm
  • Updated:September 15, 2018 4:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাফ নার্স গ্রেড টু বিভাগে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর৷ আপাতত চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে দক্ষতা প্রমাণ করতে পারলে হতে পারে চাকরির স্থায়ীকরণ৷ পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ www.wbhrb.in -এই ওয়েবসাইটে গিয়েই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আগামী সোমবার থেকে আবেদন করা যাবে৷ আবেদনের শেষদিন ২৬ সেপ্টেম্বর, ২০১৮৷

[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]

স্টাফ নার্স গ্রেড-২ বিভাগে ৭ হাজার ৬১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ ৫ হাজার শূন্যপদ রয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পদে৷ বেসিক বিএসসি নার্সিং পদে ২ হাজার ৩৮১ জনকে নিয়োগ করা হবে৷ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে শূন্যপদ রয়েছে মাত্র ২৩৪টি৷
উপরোক্ত ওই শূন্যপদগুলিতে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং পাশ করতেই হবে৷ বাংলা অথবা নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে৷ ২০১৮-র পয়লা জানুয়ারির হিসাব অনুযায়ী, ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন৷ এসসি ও এসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন৷

Advertisement

[ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

ইচ্ছুকরা www.wbhrb.in – এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন৷ অনলাইনে আবেদনের পর ব্যাংকে ২১০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ সোমবার থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিতদের প্রথমে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে৷ দক্ষতার ভিত্তিতে স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হবে তাঁকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement