সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাপনার করার স্বপ্ন দেখেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৫১ জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ। বাংলা, আরবি, বটানি, কেমিস্ট্রি, চাইনিজ, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিন্দি, ইতিহাস, অঙ্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (হিউম্যান রিসোর্স), স্ট্যাটিস্টিক্স, সাঁওতালি, সংস্কৃত, ট্যুরিজম ম্যানেটমেন্টের অধ্যাপক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের যোগ্যতা:
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
অনলাইনে আবেদনের ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ফি ১ হাজার টাকা।
প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি হল:
দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, গোল্ডেন জুবিলি বিল্ডিং, নার্স কোয়ার্টার মোড়, পূর্ব বর্ধমান, পিন কোড: ৭১৩১০৪।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.