সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকরিই লক্ষ্য? আপনার জন্য রয়েছে সুখবর। প্রচুর কর্মী নিচ্ছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। কোন কোন পদে কর্মী নিচ্ছে সংস্থা? আবেদন করবেন কীভাবে? নূন্যতম যোগ্যতা কী? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ- ৫৭
অপারেটর (ইলেকট্রিক্যাল)- ৩
অপারেটর (ইলেকট্রনিক্স)-৮
অপারেটর (মেকানিক্যাল)-৩১
অপারেটর(ফিটার)-১১
অপারেটর (ইলেকট্রিশিয়ান)-৪
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
অপারেটর (ইলেকট্রিক্যাল)- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলেই এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (ইলেকট্রনিক্স)- ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (মেকানিক্যাল)- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর(ফিটার)- ফিটার ট্রেডে SSC/SSLC, NTC/ITI, NAC/NCTVT থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
অপারেটর (ইলেকট্রিশিয়ান)- ইলেকট্রিশিয়ান ট্রেডে SSC/SSLC, NTC/ITI, NAC/NCTVT থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি- HAL-এর ওয়েবসাইটে করতে পারবেন আবেদন।
আবেদনের শেষ তারিখ – ৯ ডিসেম্বর
লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন- ২২ ডিসেম্বর
*লিখিত পরীক্ষায় পাশ করলে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তার পর হবে শারীরিক পরীক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.