Advertisement
Advertisement
Garden Reach Shipbuilders & Engineers Ltd

গার্ডেনরিচ শিপবিল্ডার্সে কয়েকশো কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?

আগামী ২৯ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

Garden Reach Shipbuilders & Engineers Ltd inviting applications for 246 posts । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 2, 2023 5:38 pm
  • Updated:October 2, 2023 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনের যোগ্যতা:
ট্রেড অ্যাপ্রেনটাইস
AITT(CTS) এবং NTC পাশ হলে উপরোক্ত শূন্য আবেদন করা যাবে।

Advertisement

গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটাইস
যেকোনও শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।

টেকনিশিয়ান অ্যাপ্রেনটাইস
ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স করা থাকলে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: কয়েকশো শূন্যপদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]

এইচআর ট্রেনি
এমবিএ/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/লেবার ওয়েলফেয়ারে পোস্ট গ্র্যাজুয়েট হলে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
www.grse.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের দিনক্ষণ:
আগামী ২৯ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।

[আরও পড়ুন: পুজোর মুখে বিপুল কর্মসংস্থান! ৫ লক্ষ কর্মী নিয়োগ করবে এই অনলাইন শপিং সাইট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement