Advertisement
Advertisement
Food & Supplies Department of Maldah's Bamangola Development Block inviting applications for Data Entry Operator

Govt Jobs 2021: স্নাতক হলেই মিলতে পারে খাদ্যদপ্তরে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত

আবেদন করতে ভুলবেন না।

Food & Supplies Department of Maldah's Bamangola Development Block inviting applications for Data Entry Operator । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 27, 2021 5:46 pm
  • Updated:December 27, 2021 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহের খাদ্য ও সরবরাহ বিভাগ। ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের শর্ত:

Advertisement
  • স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স করতে হবে।
  • আগ্রহী প্রার্থীকে অবশ্যই মালদহের বামনগোলার বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা নির্দিষ্ট নিয়মানুযায়ী ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন।

[আরও পড়ুন: Govt Jobs 2021: আপনি স্নাতক? ইন্টারভিউর মাধ্যমে মিলতে পারে সরকারি চাকরি]

আবেদনের পদ্ধতি:
https://www.malda.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। ওই আবেদনপত্র জেলা খাদ্য ও সরবরাহ বিভাগের ড্রপ বক্সে জমা দিতে হবে।

আবেদনপত্র জমার শেষদিন:
আগামী বছরের ১০ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
কম্পিউটারভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ১৩ হাজার টাকা বেতন পাবেন।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহীকে https://www.malda.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? আপনার জন্য রয়েছে সুযোগ, জেনে নিন বিস্তারিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement