সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন অফিসে যোগ দিয়েছেন৷ সবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে আপনার৷ এই সময়টি আপনার ইমেজ তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ সময় নিন কিছুটা৷ সহকর্মীদের সঙ্গে গড়ে তুলুন সুসম্পর্ক৷ মনে রাখবেন ভাল টিম ওয়ার্কারই কিন্তু সফলতা পায় চাকরি জীবনে৷
কাজের পদ্ধতি রপ্ত করার চেষ্টা করুন: কোন সহকর্মী কেমন, কার কী কাজ, গসিপ এসব নিয়ে চাকরির প্রথম মাসে বেশি আলোচনা না করাই ভাল৷ বরং মন দিন নিজের কাজে৷ আপনার সহকর্মীর থেকে যত তাড়াতাড়ি সম্ভব কাজের পদ্ধতি রপ্ত করার চেষ্টা করুন৷ কে বলতে পারে? এভাবেই হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসাও জুটতে পারে আপনার কপালে৷
নিজের ব্যক্তিত্ব হারাবেন না: নতুন জায়গার কৌশল রপ্ত করতেই হবে আপনাকে৷ কিন্তু নজর রাখুন সেই কৌশল শেখাতে গিয়ে কেউ যেন আপনাকে দমিয়ে রাখার চেষ্টা না করে৷ আর যদি মনে হয়, কেউ আপনার সঙ্গে সেই ব্যবহার করার চেষ্টা করছে, তবে তাঁকেও আপনি কৌশলে বুঝিয়ে দিন এই অফিসে আপনি নতুন হলেও চাকরি জীবনে নবাগত নন৷ এ বিষয়ে দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ যেন পায়, সেদিকে খেয়াল রাখুন৷
পেশাদার হয়ে উঠুন: চাকরির ব্যাপারে হয়ে উঠুন পেশাদার৷ নির্দিষ্ট সময়ে অফিসে আসুন৷ অফিস থেকে বেরোন ঘড়ি ধরেই৷ দুপুরে খাওয়াদাওয়া করতে গিয়ে বা চা খেতে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করাই ভাল৷
সহকর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করুন: দু-তিন সপ্তাহ অফিসে তো কাটালেন৷ প্রতিদিন আট-নঘণ্টা ধরে যাঁদের পাশে বসে কাজ করছেন, তাঁদের বোঝার চেষ্টা করুন৷ ভাবুন, তাঁদের আপনার সম্পর্কে কোনও ভুল ধারনা তৈরি হচ্ছে না তো? আর যদি তৈরি হয়, তবে তা এখুনি পরিবর্তন করার চেষ্টা করুন৷
হাসিঠাট্টা করার আগে ভাবুন: ধরুন আপনার সহকর্মীরা এক্বেবারেই বন্ধুর মতো৷ সবার সঙ্গে দিব্যি হাসিঠাট্টা করেই অফিসে সময় কাটাচ্ছেন আপনি৷ সবার সঙ্গে হাসিঠাট্টায় তাল মেলাতে গিয়ে কাউকে আঘাত করবেন না যেন৷ তাই কারোর সঙ্গে মজা করার আগে ভাল করে ভেবে নিন, তিনি আপনার রসিকতা মেনে নিতে পারবেন তো? খারাপ লাগলে তার কাছে গিয়ে ভুল স্বীকার করতেও ভুলবেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.