সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর৷ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর৷ একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে৷ আগ্রহীরা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ গিয়ে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷ ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৪ ফ্রেবুয়ারি থেকে ২৫ ফ্রেবুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ৮১৯ জনকে ফেসিলিটি ম্যানেজার গ্রেড-৩ পদে নিয়োগ করবে৷ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে ৪২৪ টি৷ বাকি শূন্যপদগুলি তফসিলি জাতি (এসসি) এবং উপজাতি (এসটি), অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে৷ তফসিলি জাতির জন্য ১৮১ এবং তফসিলি উপজাতিদের জন্য ৪৯ টি শূন্যপদ সংরক্ষিত৷ অনগ্রসর শ্রেণির জন্য ১৪০ টি এবং পিডব্লুডি প্রার্থীদের জন্য ২৫ টি সংরক্ষিত পদ রয়েছে৷
আবেদনের যোগ্যতা:
যেকোনও বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ থেকে স্নাতক পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷
আবেদনের বয়সসীমা:
ন্যূনতম ১৮ বছর থেকে ১ জানুয়ারি, ২০১৯ হিসাবে সর্বোচ্চ ৩৯ বছর বয়সিরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী, তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি এবং পিডব্লুবি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন৷
আবেদনের পদ্ধতি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in -এ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন আগ্রহীরা৷ আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷ এই শূন্যপদের আবেদনের জন্য ১৬০ টাকা ব্যাংকে জমা দিতে হবে৷ অনলাইনে অথবা ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হবে আবেদনকারীকে৷ ব্যাংক থেকে পাওয়া স্লিপটি আপনার আবেদনের প্রমাণপত্র৷ তাই সেটি ভুলেও হারাবেন না৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নিয়োগ করা হবে৷ আপাতত চুক্তি ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে৷
বেতন:
এই শূন্যপদে যাঁরা নিযুক্ত হবেন তাঁদের গ্রেড পে ৩ হাজার ৬০০ টাকা৷ ৭,১০০ টাকা থেকে ৩৭,৬০০ টাকা বেতন পাবেন নিযুক্ত প্রার্থীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.