সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গ্রুপ সি ও ডি পদে লোক নিচ্ছে পূর্ব রেল। কবে থেকে আবেদন করা যাবে? শূন্যপদ কটি? কোন কোনও পদে হবে নিয়োগ? পদ্ধতিই বা কী? আবেদনের আগে জেনে নিন বিস্তারিত।
রেল সূত্রে খবর, গ্রুপ সি ও ডি-তে মোট ৬০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। তবে এই নিয়োগ হবে স্পোর্টস কোটায়। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
শূন্যপদ
১. গ্রুপ সি, লেভেল ৪/৫- ৫ টি পদ
২.গ্রুপ সি, লেভেল ২/৩- ১৬ টি পদ
৩. গ্রুপ সি-৩৯ টি পদ
শিক্ষাগত যোগ্যতা
* লেভেল ৪/৫- যে কোনও সরকারি বা সরকারি অনুমোদন প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন।
* লেভেল ২/৩- মাধ্যমিক উত্তীর্ণ, মাধ্যমিকের পর অ্যাপ্রেনটিস করা থাকবে। যা যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন।
*লেভেল ১- মাধ্যমিক বা সমতূল পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। আইটিআই বা এনসিভিটি পাশরাও ফর্ম ফিলাপ করতে পারেন।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে অনলাইনে। যেতে হবে www.rrcet.org -তে। সেখানে নির্দিষ্ট জায়গায় নিজের যাবতীয় তথ্য দিতে হবে। নিজের ফোন নম্বর ও মেল আইডিও হবে। বেশ কিছু নথিও আপলোড করতে হবে।
আবেদনের খরচ
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনে খরচ হবে ৫০০ টাকা। এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের খরচ ২৫০ টাকা। আবেদনের টাকা দিতে হবে অনলাইনে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.