Advertisement
Advertisement
District Health & Family Welfare Samiti Cooch Behar invites online applications for 31 posts

রাজ্যে ফের নার্স নিয়োগ, ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সুযোগ

জেনে নিন আবেদনের পদ্ধতি।

District Health & Family Welfare Samiti Cooch Behar invites online applications for 31 posts । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 20, 2022 5:24 pm
  • Updated:June 20, 2022 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। এপিডেমিওলজিস্ট, পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ডেটা ম্যানেজার, স্টাফ নার্স ও মেডিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ২৩ মে’র মধ্যে আবেদন করতে হবে।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
এপিডেমিওলজিস্ট:
জীবনবিজ্ঞান/এপিডেমিওলজিতে স্নাতকোত্তর অথবা এমপিএইচ-সহ বিএএমএস/বিএইচএমএস/বিইউএমএস হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

পাবলিক হেলথ ম্যানেজার:
ম্যানেজমেন্টে ডিগ্রি/ডিপ্লোমা-সহ জীবনবিজ্ঞানে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: একাধিক ব্যাংকে ৮ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন?]

ল্যাবরেটরি টেকনিশিয়ান:
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

ডেটা ম্যানেজার:
স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

স্টাফ নার্স:
উচ্চমাধ্যমিক এবং জিএনএম কোর্স পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
http://coochbehar.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুনের মধ্যে আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই http://coochbehar.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিপুল কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণি পাশেরাও করতে পারবেন আবেদন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement