Advertisement
Advertisement

হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ

আবেদনকারীকে হতে হবে হসপিটাল ম্যানেজমেন্ট পাস৷

District Coordinator Jobs under Office of the District Magistrate Howrah
Published by: Sayani Sen
  • Posted:August 1, 2018 7:49 pm
  • Updated:August 1, 2018 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ায় ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (হাসপাতাল) পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা৷ এক বছরের চুক্তির ভিত্তিতে একটি মাত্র শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে৷ দক্ষতার ভিত্তিতে বাড়তে পারে চাকরির মেয়াদ৷  www.howrah.gov.in এই ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাওয়া যাবে৷ ডাউনলোড করা যাবে আবেদনপত্রও৷

[নিরাপত্তা বাহিনীতে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]

শিক্ষাগত যোগ্যতা: যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হসপিটাল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স করা থাকলেই ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করতে পারবেন৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন৷

Advertisement

বয়স: ১ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত ৪০ বছর বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ নিয়ম অনুযায়ী,  এসসি-এসটি আবেদনকারীরা পাঁচ বছর ও ওবিসি আবেদনকারীরা তিন বছর ছাড় পাবেন৷

বেতন: ডিস্ট্রিক কো-অর্ডিনেটর শূন্যুপদে চুক্তি ভিত্তিতে যোগদানকারীরা ১৬,৮০০ টাকা বেতন পাবেন৷

[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]

১৪ আগস্টের মধ্যে এই শূন্যপদের জন্য প্রার্থীদের আবেদন করতে হবে৷ www.howrah.gov.in ওয়েবসাইটে ঢুকেও আবেদন করা যাবে৷ পিডিএফ ফরম্যাটে আবেদনপত্র ডাউনলোড করে নিজে হাতে তা ফিলআপ করে জমা দিতে হবে হাওড়া নিউ কালেক্টরেট ভবনের ষষ্ঠ তলায় স্বাস্থ্য বিভাগের ড্রপ বক্সে৷ দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যেই জমা দেওয়া যাবে আবেদনপত্র৷ আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্রের জেরক্স কপিও জমা দিতে হবে৷ প্রতিটি জেরক্স কপিতেই আবেদনকারীকে সই করে দিতে হবে৷ সই করা না থাকলে আবেদনপত্র অবৈধ বলে গ্রাহ্য হবে৷ আবেদনপত্রে ১০ টাকার স্ট্যাম্পও আটকাতে হবে৷ আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষায় পাস করতে হবে৷ কম্পিউটারে দক্ষতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে৷ কবে পরীক্ষা হবে, কোন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হবে, তা জানতে গেলে www.howrah.gov.in-এই ওয়েবসাইটে নজর রাখতে হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement