Advertisement
Advertisement
Department of Health & Family Welfare Kalimpong

Govt Jobs 2021: স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না

জেনে নিন আবেদনের শর্ত।

Department of Health & Family Welfare, Kalimpong is inviting application for various post । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 7, 2021 6:46 pm
  • Updated:September 12, 2021 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালেও রয়েছে চাকরির সুযোগ। কালিম্পং (Kalimpong) জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ডিস্ট্রিক্ট আশা ফেসিলিটেটর, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

ডিস্ট্রিক্ট আশা ফেসিলিটেটর
যোগ্যতা:
এক বছরের অভিজ্ঞতা এবং সোশ্যাল সায়েন্স/সোশিওলজি/সোশ্যাল অ্যানথ্রোপলজি/সোশ্যাল ওয়ার্ক(এমএসডব্লু)/এমবিও/ইকনমিক্স/রুরাল ডেভেলপমেন্ট/মাস কমিউনিকেশনে মাস্টার্স ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

Advertisement

অথবা
যেকোনও শাখায় স্নাতকরাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।

ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস ম্যানেজার
যোগ্যতা:
বাণিজ্য বিভাগে মাস্টার্স অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

[আরও পড়ুন: HS পাশেই Kolkata Municipal Corporation-এ মিলতে পারে চাকরির সুযোগ, জেনে নিন শর্ত]

এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা:

  • যেকোনও শাখায় স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • সরকারি ক্ষেত্রে ন্যূনতম ৩ বছর এবং বেসরকারি ক্ষেত্রে ৫ বছর ডেটা অ্যানালিসিস হিসাবে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

আবেদনকারীর বয়সসীমা:
উপরোক্ত তিন শূন্যপদে ১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
[email protected] এই মেল আইডিতে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন:
আগামী ২১ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউ/কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কোথায় নেওয়া হবে ইন্টারভিউ সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শূন্যপদ সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://kalimpong.gov.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Nursing Training নেওয়া থাকলেই রয়েছে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement