Advertisement
Advertisement
Cooch Behar and Raiganj sub division office inviting application as ASHA worker

ASHA Worker: মহিলাদের জন্য সুখবর, রাজ্যের একাধিক জেলায় আশাকর্মী নিয়োগ

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Cooch Behar and Raiganj sub division office inviting application as ASHA worker । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 7, 2022 3:13 pm
  • Updated:January 7, 2022 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থী মহিলাদের জন্য সুখবর। কারণ, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। কোচবিহারের আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তবে রায়গঞ্জের প্রার্থীরা কয়েকদিন বেশি সময় পাবেন। কারণ, ওই জেলায় আশাকর্মী পদে আবেদনের শেষদিন ৩১ জানুয়ারি। তার আগে বরং জেনে নেওয়া যাক আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনের শর্ত:

Advertisement
  • মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • বিবাহিত/বিবাহ বিচ্ছিন্ন/বিধবা মহিলারা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2022: ন্যূনতম স্নাতক হলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি, আবেদন করছেন তো?]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখের ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে ন্যূনতম ২২ বছর বয়সিরা আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
কোচবিহারের প্রার্থীরা http://coochbehar.nic.in এবং রায়গঞ্জের প্রার্থীরা http://uttardinajpur.nic.in এই ওয়েবসাইটে আবেদনপত্র পাবেন।

আবেদনপত্র জমার পদ্ধতি:

  • কোচবিহার: এই জেলার প্রার্থীদের স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসের ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে
  • রায়গঞ্জ: এই জেলার প্রার্থীদেরও স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসের ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে।

বিঃদ্রঃ-

  • কোচবিহার জেলার প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারি, দুপুর দু’টোর মধ্যে আবেদনপত্র ড্রপ বক্সে জমা দিতে হবে।
  • রায়গঞ্জের প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: স্নাতক হলেই মিলতে পারে খাদ্যদপ্তরে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement