Advertisement
Advertisement
Coal India

কোল ইন্ডিয়ায় প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আজই আবেদন করুন।

Coal India Limited is inviting application for 293 Posts of Medical Executives | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 12, 2021 8:57 pm
  • Updated:April 12, 2021 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোল ইন্ডিয়ার অধীনে থাকা বেশ কয়েকটি সংস্থায় চাকরির সুযোগ চিকিৎসকদের। প্রচুর নিয়োগ করছে ওই সংস্থা। কীভাবে আবেদন করবেন? জেনে নিন খুঁটিনাটি।

মোট শূন্যপদ – ২৯৩ (সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার)

Advertisement

মহানদী কোলফিল্ডস লিমিটেড (MCL) -৭০
উত্তর কোলফিল্ডস লিমিটেড (NCL) – ৪৯
পশ্চিম কোলফিল্ডস লিমিটেড (WCL) – ৪৪
দক্ষিণ-পূর্ব কোলফিল্ডস লিমিটেড (SECL) – ৮৬
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) – ৪৪

[আরও পড়ুন: NTPC শেষ হলেই শুরু রেলের গ্রুপ ডি’র পরীক্ষা, নিয়োগ হবে ১ লক্ষেরও বেশি কর্মী]

শিক্ষাগত যোগ্যতা – মেডিক্যাল ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এই পদে।

আবেদনের পদ্ধতি – আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদন পত্র। সঙ্গে দিতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ যাবতীয় নথি। ৩০ এপ্রিলের মধ্যে এই লিংকে (https://www.coalindia.in/) থাকা ঠিকানায় পাঠাতে হবে আবেদন পত্র।

নিয়োগের পদ্ধতি – ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। (নির্দিষ্ট সময়ে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের দিনক্ষণ।)

তবে আর দেরি কেন, এখুনি আবেদন করে ফেলুন আপনি।

[আরও পড়ুন: স্নাতক উত্তীর্ণ? মোটা মাইনের চাকরি মিলতে পারে ব্যাংকে, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement