সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমানের স্বাস্থ্য বিভাগে রয়েছে চাকরির সুযোগ। কোন কোন পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি? আবেদনের শেষ তারিখ কবে? নূন্যতম যোগ্যতা কত? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ – ৯
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি)- ১
কুক কাম কেয়ারটেকার (মহিলা)-১
টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (TBHV)-১
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান- ১
অ্যাটেন্ড্যান্ট (মহিলা) -৪
মে়ডিক্যাল সোশাল ওয়ার্কার-১
শিক্ষাগত যোগ্যতা
কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং (ফেসিলিটি)- এমবিবিএম/ডেন্টাল/আয়ুস/নার্সিং উত্তীর্ণ অথবা জীবন বিজ্ঞানে স্নাতক পাশ হতে হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্র্যাশন বা হেলথ ম্যানেজমেন্টে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
কুক কাম কেয়ারটেকার (মহিলা)- উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।
টিউবারকিউলোসিস হেলথ ভিসিটর (TBHV)-বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে। কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান- এমএসসি পাশদের তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বিএসসি উত্তীর্ণরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
অ্যাটেন্ড্যান্ট (মহিলা) – উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বাংলায় সাবলীল হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
মে়ডিক্যাল সোশাল ওয়ার্কার- বিএ, বিএসসি, বিকম গ্র্যাডুয়েটকা কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি
*WB Health Portal খুলুন
*অনলাইন রিক্রুটমেন্ট অপশনটি বেছে নিন।
*নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
*NEFT -এর মাধ্যমে আবেদন মূল্য জমা করুন।
আবেদনের খরচ
সাধারণ প্রার্থীদের- ১০০ টাকা
সংরক্ষিত প্রার্থীদের-৫০ টাকা
আবেদনের শেখ তারিখ– ২৪.১২.২০২৪
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.