Advertisement
Advertisement
C3IT-2024

C3IT 2024: বিজ্ঞান ও প্রযুক্তির উদযাপন, অ্যাকাডেমি অফ টেকনোলজির আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা।

C3IT-2024: 4th International Conference of Academy of Technology
Published by: Kishore Ghosh
  • Posted:September 29, 2024 5:20 pm
  • Updated:September 29, 2024 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ সেপ্টেম্বর অ্যাকাডেমি অফ টেকনোলজিতে শুরু হল কম্পিউটার, কমিউনিকেশন, কন্ট্রোল এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন। যার পোশাকি নাম C3IT-২০২৪। আদিসপ্তগ্রাম ক্যাম্পাসের অনুষ্ঠানের অন্যতম ফোকাস বর্তমান পৃথিবীতে প্রযুক্তির ব্যাপক প্রভাব নিয়ে। সম্মেলনে অংশগ্রহণ করেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং গবেষকেরা। AI, ML-সহ ইঞ্জিনিয়ারিং পৃথিবীর বিভিন্ন বিষয় উঠে আসে এই উদযাপনে।

C3IT-২০২৪-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রীধর মিট্টা (নেক্সটওয়েলথ এন্টারপ্রেনার্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা এমডি এবং উইপ্রোর প্রাক্তন প্রধান টেকনোলজি অফিসার। নিজের বক্তব্যে
AI-ভিত্তিক সফ্টওয়্যারের আপডেটের গুরুত্ব কথা বলেন তিনি। ChatGPT-র মতো প্ল্যাটফর্মের নতুন উদ্ভাবনের বিষয়েও জোর দেন। AI এবং ডেটা সায়েন্স অগ্রগতির ফলে নতুন উদ্যোগপতিরা সুযোগ পাচ্ছেন, সামাজিক পরিবর্তন আসছে, সে কথাও বলেন ড. মিট্টা। আইআইটি বম্বের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ভগৎ সিং রেখি চেয়ার অধ্যাপক পুষ্পক ভট্টাচার্য আঞ্চলিক ভাষা ক্ষেত্রে AI-এর ব্যবহার বিষয়ে বলেন। বাংলা, হিন্দি, মারাঠির মতো আঞ্চলিক ভাষার পাশাপাশি জাপানির মতো বিদেশি ভাষার প্রসঙ্গও টানেন তিনি। আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত IISER কলকাতার ডিরেক্টর অধ্যাপক সুনীল কুমার খাড়ে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন।

Advertisement

এছাড়াও সম্মেলনে অংশ নেন আইআইটি খড়গপুরের ইলেকট্রনিক্স এবং ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং অ্যাকাডেমি অফ টেকনোলজির ডিরেক্টর দিলীপ ভট্টাচার্য, আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক অরুণ কুমার মজুমদার, অ্যাকাডেমি টেকনোলজির এমিরেটস অধ্যাপক, এনআইটি দুর্গাপুরের প্রাক্তন ডিরেক্টর এবং আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক অনুপম বসু। জাপানের তোয়ো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ড. তাক্কাকি গোট্টা বলেন, এই সম্মেলন কেবল অসামান্য গবেষণা প্রস্তাবই করে না, পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য একটি অনুকূল পরিবেশও দেয়।

অ্যাকাডেমি অফ টেকনোলজির চেয়ারম্যান ট্রাস্টি অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেন, C3IT-২০২৪ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে উদ্ভাবনী চেতনার প্লাটফর্ম হয়ে উঠবে। এখানে পারস্পরিক আদানপ্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞানের বিনিময়ই মুখ্য বিষয়। উল্লেখ্য, আরও যাঁদের অংশগ্রহণে C3IT-২০২৪ উজ্জ্বল হয়ে উঠল, তাঁরা হলেন এনআইটি ওয়ারঙ্গলের ডিরেক্টর অধ্যাপক বিদ্যাধর সুবুধি, আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন অধ্যাপক পার্থ প্রতিম দাস, আইএসআই কলকাতার অধ্যাপক ভবানী পি সিন্হা, এনআইটি কালিকটের প্রাক্তন ডিরেক্টর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শিবাজী চক্রবর্তী, IEEE-এর চেয়ার অধ্যাপক সুপর্ণা কর চৌধুরী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement